• তৃণমূল কাউন্সিলকে খুনের হুমকি
    দৈনিক স্টেটসম্যান | ০৪ জানুয়ারি ২০২৬
  • বিশ্বরূপ জানিয়েছেন, শনিবার রাতে একটি লাল গাড়িতে করে বাড়ির সামনে এসে তাঁকে খুন ও বোমা মারার হুমকি দিয়েছে কয়েকজন দুষ্কৃতী। সেই সময় বিশ্বরূপ বাড়িতে ছিলেন না। তাঁর পরিবারের সদস্যরা তাঁকে ফোন করে বিষয়টি জানান।

    বিশ্বরূপের অভিযোগ, তৃণমূল যুবনেতা ঘনিষ্ঠ দিব্যেন্দু ভট্টাচার্য এই ঘটনার সঙ্গে জড়িত। শনিবার রাতের ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনকে চিহ্নিত করেছেন বিশ্বরূপ। তাঁর অভিযোগ, অভিযুক্তরা সকলেই দুষ্কৃতী। আগেও তাঁকে খুনের চেষ্টা হয়েছিল। থানায় অভিযোগ জানানো হয়েছে।

     যদিও অভিযুক্ত দিব্যেন্দু ভট্টাচার্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তী বিজেপির সঙ্গে যুক্ত। উপরে তৃণমূলের জামা পড়ে রয়েছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)