সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনজীবীকে প্রেমের ফাঁদে ফেলে অবাধ যৌনতা! ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও রেকর্ড করে লাগাতার ব্ল্যাকমেল। ৪০ লক্ষ টাকা দাবি। টাকা না দিলে ভিডিও ভাইরাল করে দেওয়া ও মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানোর হুমকি। গ্রেপ্তার বাংলার তরুণী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর নাম প্রিয়াঙ্কা। তিনি বাংলার হলেও এখন দিল্লির বাসিন্দা। কয়েক মাস আগে রাজস্থানের বারমের জেলার এক আইনজীবীর সঙ্গে পরিচয় হয় প্রিয়াঙ্কার। তারপর প্রেমের অভিনয়! তা থেকেই ঘনিষ্ঠ সময় কাটানো। এবং অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও রেকর্ড করে ৪০ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ।
আইনজীবী অভিযোগ, প্রিয়াঙ্কা একটি অশ্লীল ভিডিও রেকর্ড করে। পরে সেই ভিডিও দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করা হয়। অভিযোগ, প্রিয়াঙ্কা ৪০ লক্ষ টাকা দাবি করেন। না দিলে অশ্লীল ভিডিওটি ভাইরাল করার পাশাপাশি, আইনজীবীকে ধর্ষণের মামলায় ফাঁসানোর হুমকিও দিয়েছিলেন তরুণী। এরপর আইনজীবী প্রিয়ঙ্কার পরিচিত রাজস্থানের বারমেরেই বাসিন্দা কমল সিং নামে এক যুবকের কাছে ৫০ হাজার টাকা দেন। কিন্তু লাগাতার আরও টাকা দাবি করেন তরুণী। এরপরই থানায় অভিযোগ জানান আইনজীবী।
তদন্তে নেমে পুলিশ প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করে। অভিযুক্তের কাছ থেকে ৫০ হাজার টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর থেকে মোট কত টাকা আদায় করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি ঠিক কী তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তের স্বার্থে প্রিয়াঙ্কাকে হেফাজতে নিয়েছে পুলিশ।