• যোগীর নেতৃত্বে লখনউ এআই সিটি, লক্ষ্য এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি
    প্রতিদিন | ০৪ জানুয়ারি ২০২৬
  • হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে লখনউতে তৈরি হতে চলেছে একটি অত্যাধুনিক ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা এআই সিটি। এই প্রকল্পটি রাজ্যের ভবিষ্যৎ উন্নয়নের এক নতুন দিশারি। উত্তরপ্রদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

    এই এআই সিটি দুটি পর্যায়ে তৈরি হবে। মোট এলাকার ৬০ শতাংশ রাখা হয়েছে ‘কোর জোন’ হিসেবে। সেখানে থাকবে এআই ইনোভেশন সেন্টার, প্রযুক্তি পার্ক এবং উন্নত গবেষণা কেন্দ্র। বাকি ৪০ শতাংশ এলাকায় আবাসন, বাণিজ্যিক কেন্দ্র এবং সামাজিক পরিকাঠামো গড়ে তোলা হবে। সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব বা PPP মডেলে এই শহরটি তৈরি হচ্ছে।

    এখানে থাকবে বিশ্বমানের ডেটা সেন্টার ও হাই-পারফরম্যান্স কম্পিউটিং পরিকাঠামো। স্টার্টআপদের জন্য বিশেষ ইনকিউবেশন সেন্টার এবং গবেষণাগার তৈরি হবে। দেশি ও বিদেশি এআই সংস্থাগুলো একই ছাদের নিচে কাজ করার সুযোগ পাবে।

    লখনউয়ের আইআইএম এবং আইআইআইটি-র মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই প্রকল্পের সহযোগী হিসেবে কাজ করবে। এর ফলে তৈরি হবে এক দক্ষ কর্মী বাহিনী। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও ইঞ্জিনিয়ারদের আর কাজের খোঁজে ভিন রাজ্যে চলে যেতে হবে না।

    সব মিলিয়ে, এই পরিবেশবান্ধব ও টেকসই এআই সিটি লখনউকে বিশ্বের সেরা ২০টি এআই হাবের তালিকায় পৌঁছে দেবে বলে আশা করা হচ্ছে। শুধুমাত্র লখনউ নয়, উত্তরপ্রদেশের অর্থনৈতিক সমৃদ্ধির একটি শক্তিশালী ইঞ্জিন হয়ে উঠবে এই এআই সিটি।
  • Link to this news (প্রতিদিন)