‘ট্রাম্পের থেকে শিখুন মোদি’, মার্কিন ব্লু প্রিন্টে পাকিস্তানে অভিযান চান ওয়েইসি
প্রতিদিন | ০৪ জানুয়ারি ২০২৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন ডেল্টা ফোর্সর দুঃসাহসিক অভিযানে আমেরিকার হাতে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আমেরিকার এই অভিযান নিয়ে উত্তাল বিশ্ব রাজনীতি। এই একই ব্লু প্রিন্ট অনুসরণ করে পাকিস্তানে হামলা চালানো উচিত ভারতেরও। মনে করছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। ঘুরিয়ে তিনি বলে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের থেকে শিক্ষা নেওয়া উচিত নরেন্দ্র মোদির।
দুঃসাহসিক তো বটেই একেবারে নিখুঁত পরিকল্পনা। হিসেব কষা প্রতিটি সেকেন্ডে মাপা পদক্ষেপ। সবশেষে নিরাপত্তার যাবতীয় বেষ্টনী ভেঙে মার্কিন সেনার হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শুনতে সহজ লাগলেও, সর্বোচ্চ নিরাপত্তায় থাকা কোনও দেশের প্রেসিডেন্টকে গ্রেপ্তার একেবারেই সামান্য বিষয় নয়। দুঃসাধ্য সেই কাজ চোখের পলকে করে ফেলতে সক্ষম হয়েছেন আমেরিকার ভয়ংকর বাহিনী ‘ডেল্টা ফোর্স’। শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস-সহ মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা অঞ্চলে গোলাবর্ষণ করে মার্কিন সেনা। চালানো হয় বিমান হামলা। অন্ধকারে ঢেকে যায় ভেনেজুয়েলা। এরপরই মাদুরো এবং তাঁর স্ত্রীকে বন্দি করে আমেরিকায় নিজে যায় মার্কিন সেনা। বর্তমানে তাঁদের রাখা হয়েছে নিউ ইয়র্কের ডিটেনশন সেন্টারে।
ওয়েইসি বলছেন, এই একই ভাবে ভারতেরও উচিত পাকিস্তানে গোপন অপারেশন চালিয়ে মুম্বই হামলায় অভিযুক্তদের তুলে আনা। হায়দরাবাদের সাংসদ এই মুহূর্তে মুম্বই পুর নির্বাচনের প্রচারে। সেখানে দাঁড়িয়েই তিনি বলেন, “আমেরিকা যদি গোপন অপারেশনে মাদুরোকে তুলে নিজেদের দেশে নিয়ে আস্তে পারে তাহলে ভারতেরও উচিত একই রকম অপারেশন চালিয়ে মুম্বই হামলায় অভিযুক্ত মাসুদ আজহার ও লস্কর জঙ্গিদের ভারতে আনা।” এ প্রসঙ্গে ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠীগুলির উপর আরবের হামলার উদাহরণও তুলেছেন ওয়েইসি।
আসলে ইদানিং জাতীয়তাবাদ ইস্যুতে বিজেপিকে কোণঠাসা করতে আরও উগ্র জাতীয়তাবাদকে হাতিয়ার করতে চাইছেন ওয়েইসি। অপারেশন সিঁদুরের সময়ও তিনি কড়া ভাষায় নিয়মিত তোপ দাগতেন পাকিস্তানকে। একই সঙ্গে কোণঠাসা করার চেষ্টা করতেন কেন্দ্রকে। এবার ভেনেজুয়েলায় মার্কিন হামলার পরও একই পন্থা নিচ্ছেন তিনি।