• রক্ষা পাবে না নেট দুনিয়ার অপরাধীরা, যোগীর নেতৃত্বে তৈরি হল বিশেষ ‘সাইবার কমান্ডো’
    প্রতিদিন | ০৪ জানুয়ারি ২০২৬
  • হেমন্ত মৈথিল, লখনউ: সাইবার অপরাধের মেরুদণ্ড ভেঙে দিতে এক অভিনব পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশ পুলিশে তৈরি হয়েছে এক বিশেষ ‘সাইবার কমান্ডো’ বাহিনী। এসপিজি (SPG) এবং এনএসজি (NSG) কমান্ডোদের আদলে এই বাহিনীকে কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমানে ১৫ জন দক্ষ পুলিশ কর্মীকে নিয়ে এই বাইহিনীর প্রথম ব্যাচ তৈরি হল।

    মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে এই বাহিনীকে অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত করা হয়েছে। আইআইটি কানপুর, মাদ্রাজ, রায়পুর এবং গুজরাটের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে তাঁরা বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। সাইবার ফরেনসিক, ডিজিটাল ট্রেসিং এবং অনলাইন অপরাধ তদন্তে বাহিনীকে বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছে।

    সিআইডি ডিজি বিনোদ কুমার সিং জানিয়েছেন, এই কমান্ডোরা কেবল অপরাধ দমন করবেন না, বরং সাধারণ মানুষের জন্য একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করবেন। প্রথম ধাপে নির্বাচিত ১৫ জন পুলিশ কর্মীকে তাঁদের প্রযুক্তিগত দক্ষতা এবং বিশ্লেষণ ক্ষমতার ভিত্তিতে বেছে নেওয়া হয়েছে। আগামী দিনে তাঁরাই রাজ্যের অন্য পুলিশ কর্মীদের প্রশিক্ষণ দেবেন।

    সোশ্যাল মিডিয়া ক্রাইম, ডেটা চুরি, ফিশিং এবং ডিজিটাল ব্ল্যাকমেইলিংয়ের মতো জটিল কেসগুলি এখন এই বাহিনী সামলাবে। জোনাল এবং সদর দপ্তর স্তরে তাঁদের নিয়োগ করা হয়েছে। এঁদের হাতে রয়েছে হাই-টেক সফটওয়্যার এবং রিয়েল-টাইম মনিটরিং সিস্টেম। অপরাধীদের ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করা এখন আগের চেয়ে অনেক সহজ হবে। যোগী সরকারের মতে, আধুনিক যুগে আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে প্রযুক্তিগত ভাবে দক্ষ করে তোলাই একমাত্র পথ।
  • Link to this news (প্রতিদিন)