• বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ! কাঠগড়ায় ৩ নাবালক, কর্নাটকে চাঞ্চল্য
    প্রতিদিন | ০৪ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকাকে বাড়ি থেকে তুলে নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল তিন নাবালকের বিরুদ্ধে। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের হুব্বালিতে। পুলিশ ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে।

    পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার এলাকাতেই বাস করত অভিযুক্তরা। দিন কয়েক আগে ওই নাবালিকা বাড়িতে একা ছিল। সেই সময় তিন নাবালক লুকিয়ে তার ঘরে প্রবেশ করে। অভিযোগ, টেনে হিঁচড়ে নাবালিকাকে একটি নির্জন স্থানে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানেই তাকে গণধর্ষণ করে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় তিন অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে।

    হুব্বালির পুলিশ কমিশনার বলেন, “তিন অভিযুক্তের মধ্যে দু’জন স্কুল পড়ুয়া। অন্যজন স্কুল ছেড়ে দিয়েছে। গণধর্ষণের পর তিন কিশোর নির্যাতিতার বাবা-মাকেও হুমকি দেন বলে উঠেছে। এমনকী তারা গণধর্ষণের ভিডিও করেন বলে অভিযোগ। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হচ্ছে।”

    প্রসঙ্গত, শনিবারই উত্তরপ্রদেশে এক নাবালিকাকে গণধর্ষণের খবর প্রকাশ্যে এসেছে। বাড়ির ছাদে নাবালিকাকে গণধর্ষণের পর নিচে ছুড়ে ফেলা হয় তাকে। তড়িঘড়ি হাসপাতালা নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশের সঙ্গে এনকাউন্টারে আহত হন দুই অভিযুক্ত। তাদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দেশে ফের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল।
  • Link to this news (প্রতিদিন)