দুর্ঘটনা ঘটার আশঙ্কা! বিমানে ব্যবহার করা যাবে না পাওয়ার ব্যাঙ্ক, নির্দেশিকা জারি ডিজিসিএ-র
প্রতিদিন | ০৪ জানুয়ারি ২০২৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানে আর ব্যবহার করা যাবে না পাওয়ার ব্যাঙ্ক। নির্দেশিকা জারি করে এ কথা জানাল অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। মোবাইল বা ডিজিটাল ডিভাইস চার্জের জন্য বিমানের চার্জিং পয়েন্ট ব্যবহার করা যাবে। আরও জানানো হয়েছে, পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করা না গেলেও, হ্যান্ডব্যাগে তা বহন করা যাবে।
‘বিপজ্জনক পণ্য পরামর্শ সার্কুলার’-এ ডিজিসিএ নির্দেশিকা দিয়ে বলেছে, পাওয়ার ব্যাঙ্ক হ্যান্ড ব্যাগে রাখা যাবে। কিন্তু কেন তা ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না? মোবাইল, ট্যাবলেট জাতীয় ডিজিটাল ডিভাইস চার্জের ক্ষেত্রে ব্যবহৃত পাওয়ার ব্যাঙ্কগুলিতে উচ্চক্ষমতা সম্পূর্ণ ব্যাটারি ব্যবহার করা হয়। এগুলি খুব পাতলা হয়। কিন্তু তাড়াতাড়ি তা গরমও হয়ে যায়। তা ফেটে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সাবধানতা অবলম্বন করতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।
যাত্রীদের যেন এই নতুন নিয়ম সম্পর্কে জানানো হয়, তার উপর জোর দিয়ে ডিজিসিএ। বিমানের মধ্যে ক্রু মেম্বাররা যাত্রীদের তা জানাবেন। এর সঙ্গে কোনও যাত্রীর সঙ্গে থাকা ডিভাইস অতিরিক্ত গরম হয়ে গেলে বা কোনও ডিভাইস থেকে ধোঁয়া বেরোলে কিংবা অন্য রকম গন্ধ বেরোলে তা দ্রুত ক্রুদের জানানোর কথা বলা হবে যাত্রীদের। পাশাপাশি বিমান সংস্থাগুলিকে অগ্নিনির্বাপক বা এ ধরনের সমস্যা সমাধানের জন্য আরও ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে ডিজিসিএ। ভারত প্রথম এমন নির্দেশিকা জারি করেছে তেমনটা নয়। সিঙ্গাপুর বা ইউনাইটেড আরব এমিরেটসের মতো একাধিক দেশে এই নিয়ম চালু হয়েছে।
উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে দিল্লি বিমানবন্দরে ডিমাপুরগামী ইন্ডিগো বিমানে একজন যাত্রীর পাওয়ার ব্যাংঙ্কে আগুন ধরে যায়। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যেকই সুস্থ ছিলেন। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে।