• মৃত ছেলের সরকারি চাকরি, গ্রাচুইটির টাকার লোভ! পুত্রবধূকে ‘খুন’ ৬০ বছরের শাশুড়ির
    প্রতিদিন | ০৪ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে পুত্রবধূকে খুন করলেন শাশুড়ি। মৃত ছেলের সরকারি চাকরির দাবিদার তাঁর স্ত্রী। গ্র্যাচুইটির টাকাও তিনিই পেতেন। এই আক্রোশে বৌমাকে খুন করেছেন ওই ৬০ বছরের বৃদ্ধা, এমনটাই জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    চাঞ্চল্যকর ঘটনাটি মহারাষ্ট্রের থানেতে। মৃতা ৩৫ বছরের রূপালি বিলাস গাঙ্গুরে। তাঁকে হত্যায় অভিযুক্ত লতাভাই নাথা গাঙ্গুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লতার একমাত্র পুত্র তথা রূপালির স্বামী বিলাস গাঙ্গুরে রেলে চাকরি করতেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে তাঁর মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর তাঁর গ্র্যাচুইটির ১০ লক্ষ টাকা পান স্ত্রী। এই অর্থই অনর্থের কারণ হয়ে দাঁড়ায়। শুরু হয় শাশুড়ি-বৌমার বিবাদ।

    পুত্রবধূ রূপালির কাছে গ্র্যাচুইটির টাকার ভাগ চান শাশুড়ি লতাভাই। পাশাপাশি রুপালি সরকারি চাকরি পাবেন, তা জেনেও তেলবেগুনে জ্বলে ওঠেন। তিনি বৌমাকে প্রস্তাব দেন, ১৫ বছরের নাতি সাবালক হলে, তখন ওই চাকরি সে পাবে। এই প্রস্তাব প্রত্যাখান করেন রূপালি। তিনি জানান, সংসার চালাতে হলে এখনই তাঁকে চাকরি করতে হবে। অভিযোগ, ওই বিবাদের জেরে জগদীশ নামে এক ব্যক্তিকে দিয়ে বৌমাকে খুন করান লতাভাই।

    লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয় তরুণীকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে থানের কল্যাণ এলাকায় একটি সেতুর কাছে ফেলে পালিয়ে যান অভিযুক্ত। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসকরা জানান ইতিমধ্যে মৃত্যু তরুণীর। তাঁর মাথায় এবং মুখে আঘাতের চিহ্ন ছিল। পুলিশের দাবি, ঠান্ডা মাথায় খুন করে পুত্রবধূর নামে নিখোঁজ ডায়েরি করেন বৃদ্ধা। যদিও ধরা পড়ে যান। লতা এবং তাঁর জগদীশ দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)