• ‘মনে হচ্ছে যেন জেল থেকে বেরলাম’, ২০ বছর পর সেনা ভবনে ফিরে লড়াইয়ের বার্তা রাজ ঠাকরের
    প্রতিদিন | ০৪ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “মনে হচ্ছে যেন জেল থেকে বেরলাম”। ২০ বছর পরে শিবসেনার সদর দপ্তর সেনা ভবনে এসে এভাবেই নিজের মনের অবস্থা বর্ণনা করলেন এমএনএস প্রধান রাজ ঠাকরে। ২০ বছর একসঙ্গে বিএমসি নির্বাচনে লড়বেন দুই ভাই। রবিবার বিকেলে শিবসেনা ভবনে আসন্ন বৃহন্নুম্বই পৌর কর্পোরেশন (বিএমসি) নির্বাচনের জন্য শিবসেনা (ইউবিটি), মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এসপি) তাদের যৌথ ইস্তেহার প্রকাশ করেছে।

    এই অনুষ্ঠানে সেনা ভবনের মঞ্চে উপস্থিত ছিলেন এমএনএস প্রধান রাজ ঠাকরে এবং শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে। যদিও, এনসিপি (এসপি)-এর কোনও নেতা মঞ্চে ছিলেন না। তবে, এনসিপি-র প্রধান মুখপাত্র বিদ্যা চবন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে রাজ ঠাকরে বলেন যে তিনি ২০ বছর পর শিবসেনা ভবনে প্রবেশ করেছেন।

    সেনা ভবনে আগেবতাড়িত হয়ে পড়েন রাজ ঠাকরে। তাঁকে বার বার প্রশ্ন করা হয়, সেনা ভবনে ফিরে তাঁর কেমন লাগছে। সেই প্রসঙ্গে রাজ বলেন, “দুই দশক পর এখানে আসার কথা বারবার বলা হচ্ছে, মনে যেন ২০ বছর পর জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরে এসেছি। আজ, আমি প্রথমবার নতুন শিবসেনা ভবনটি দেখছি। আমার সমস্ত স্মৃতি পুরানো শিবসেনা ভবনের সঙ্গে জড়িয়ে।”

    রাজ ঠাকরের সেনা ভবনে প্রত্যাবর্তন মুম্বইয়ের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। ভাই উদ্ধব ঠাকরের সঙ্গে মতবিরোধের কারণে অবিভক্ত শিবসেনা ছেড়ে এমএনএস গঠন করেন রাজ। প্রায় ২০ বছর পর একসঙ্গে লড়বেন এই দুই নেতা। ডিসেম্বরে মহারাষ্ট্রের আসন্ন পুরসভা নির্বাচনের জন্য জোট ঘোষণা করেছেন দু’জনে।

    উদ্ধব ঠাকরে এবং এমএনএস প্রধান রাজ ঠাকরে, রবিবার একটি যৌথ ইশতেহার প্রকাশ করেছেন। একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে, উদ্ধব ঠাকরে ক্ষমতাসীন মহাজোটের বিরুদ্ধে ‘৮০ হাজার কোটি টাকার কেলেঙ্কারি’র অভিযোগ করেছেন। পাশাপাশি, গাছ বাঁচাতে গড়গাই-পিঞ্জল বাঁধের উপর তার সময়ের প্রকল্পগুলির কথা মনে করিয়ে দিয়েছেন। দুই নেতার ছেলে, আদিত্য এবং অমিত ঠাকরে তাঁদের ইস্তেহারে গৃহকর্মীদের জন্য প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা ‘স্বভিমান নিধি’ এবং ৭০০ বর্গফুট পর্যন্ত ফ্ল্যাট কেনার ক্ষেত্রে সম্পত্তি কর মুকুবের প্রতিশ্রুতি দিয়েছেন। রাজ ঠাকরে জোর দিয়ে বলেছেন যে ‘মুম্বইয়ের মেয়র হবেন একজন মারাঠি হবেন’।

    শিবসেনার মারাঠি অস্মিতায় এবার ভাগ বসানোর চেষ্টা শুরু বিজেপি-র। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন যে মুম্বইয়ের পরবর্তী মেয়র হবেন ক্ষমতাসীন মহাজোটের প্রার্থী। পাশাপাশি, একজন “হিন্দু এবং মারাঠি”, শহরের শীর্ষ পদে থাকবেন বলে দাবি করেছেন তিনি। বিজেপি-র বিরুদ্ধে সরাসরি তোপ দাগেন শিবসেনা (ইউবিটি) এবং মহারাষ্ট্র নব নির্মান সেনা। সম্প্রতি সেনা (ইউবিটি) প্রধান এবং তাঁর ভাই উদ্ধব ঠাকরের জোট হওয়ার পর, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সভাপতি রাজ ঠাকরে ঘোষণা করেন, “মুম্বইয়ের মেয়র হবেন মারাঠি, এবং তিনি আমাদের হবেন।”

    অবশেষে তাঁদের ঘোষণা স্থান পেয়েছে ইস্তেহারে। বোঝা যাচ্ছে, মহারাষ্ট্রের অন্য জায়গায় সহজ জয় পেলেও বিএমসি দখলের লড়াই সহজ হবে না বিজেপি-র জন্য।
  • Link to this news (প্রতিদিন)