• বিরল ঘটনা, আগামী ৩ মার্চ দশ ঘণ্টা বন্ধ থাকবে তিরুপতির মন্দির, কেন জানেন?
    প্রতিদিন | ০৪ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৩ মার্চ একটানা দশ ঘণ্টা বন্ধ থাকবে তিরুপতির তিরুমালার ভগবান ভেঙ্কটেশ্বরের মন্দির। ওই দিন সকাল ৯টা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত পুণ্য়ার্থীরা ভগবানের দর্শন করতে পারবে না। কেন? রবিবার মন্দির কতৃপক্ষ জানিয়েছে, চন্দ্রগ্রহণের কারণে সেদিন দশ ঘণ্টা বন্ধ থাকবে ভেঙ্কটেশ্বর মন্দির।

    প্রতিদিন কয়েক লক্ষ ভক্ত জগৎবিখ্য়াত তিরুপতির মন্দির দর্শন করেন। দূর থেকে আসা পুণ্যার্থীরা অনেকটা আগে ট্রেন-বাস-হোটেল বুক করে তবে তীর্থস্থানে আসেন। মন্দির বন্ধ থাকায় তাঁরা খানিক অসুবিধায় পড়বেন বলা বাহুল্য। প্রেস বিজ্ঞপ্তিতে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, চন্দ্রগ্রহণের কারণে দশ ঘণ্টা বন্ধ থাকার পর মন্দির ‘সুদ্ধিকরণ’ অনুষ্ঠান হবে। এরপর ফের অফলাইনে দর্শন শুরু হবে রাত সাড়ে আটটা নাগাদ।

    মন্দির কর্তৃপক্ষ আরও জানিয়েছে, চন্দ্রগ্রহণ চলবে দুপুর ৩টে ২০ মিনিট থেকে সন্ধে ৫টা ৪৭ মিনিট অবধি। মন্দির বন্ধ থাকায় এদিন ‘পাদ পদ্মরাধন’ (আট পাপড়ি বিশিষ্ট পদ্ম ফুল দিয়ে ভগবানের পায়ের পূজা), ‘কল্যাণোৎসব’ (বৈকুণ্ঠের বিবাহ অনুষ্ঠান), ‘উঞ্জল সেবা’ (দোল অনুষ্ঠান), ‘অরিজিতা ব্রহ্ম উৎসব’ (আনুষ্ঠানিক শোভাযাত্রা) এবং ‘সহস্র দীপালঙ্কার’ (প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান) অনুষ্ঠিত হবে না।
  • Link to this news (প্রতিদিন)