বিশ্বরূপের অভিযোগ, শনিবার রাতে বাড়ির সামনে গিয়ে খুন ও বোম মারার হুমকি দিয়েছে দুষ্কৃতীরা। তাঁর পরিবারের সদস্যরা তাঁকে ফোন করে বিষয়টি জানান। তাঁর দাবি, সেই সময় তিনি বাড়ি ছিলেন না। সিসিটিভি ফুটেজে দেখেন, একটি লাল গাড়িতে এসে কয়েকজন দুষ্কৃতী তাঁকে খুনের হুমকি দিয়েছেন। তৃণমূল যুবনেতা ঘনিষ্ঠ দিব্যেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিশ্বরূপ।
রবিবার সকালে থানায় অভিযোগ জানিয়ে, বিশ্বরূপ বলেন, “গতকাল রাতে আমার বাড়িতে গিয়ে খুনের হুমকি দেওয়া হয়। সেই সময় আমি বাড়িতে ছিলাম না। বাড়ির লোক ফোন করে জানায় বিষয়টি। আমি সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনকে চিনতে পেরেছি। ওরা সবাই দুষ্কৃতী। থানায় অভিযোগ জানিয়েছি। আগেও আমাকে খুনের চেষ্টা হয়েছিল।”
যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই দিব্যেন্দু ভট্টাচার্য পুরো বিষয়টি অস্বীকার করেছেন। ফোনে তিনি বলেন, “পুরোপুরি মিথ্যা অভিযোগ। ওই কাউন্সিলর বিজেপির সঙ্গে যুক্ত। উপরে তৃণমূলের জামা পড়ে রয়েছেন। আমি শ্রীরামপুরে ওয়ালস হাসপাতালে ছিলাম। আমাদের এক পার্টি ওয়ার্কারে বাবা ভর্তি রয়েছেন।” গোটা ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।