‘পাকিস্তানিদের মতো বাংলাদেশিদেরও আইপিএলে নিষিদ্ধ করা হোক’, ফ্রন্টফুটে ব্যাটিং দিলীপের
প্রতিদিন | ০৪ জানুয়ারি ২০২৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরানোর সিদ্ধান্ত ঘিরে তোলপাড় ক্রিকেট দুনিয়া। বাংলাদেশে সংখ্যালঘু হত্যা নিয়ে যেভাবে ভারতে প্রতিবাদ হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। কলকাতা নাইট রাইডার্সও বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী মুস্তাফিজুরকে বিদায় দিয়েছে। বাংলাদেশি পেসারকে বাদ দেওয়ার জন্য এবার বিসিসিআইকে ধন্যবাদ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এর সঙ্গে ফ্রন্টফুটে খেলে তাঁর বক্তব্য, পাকিস্তানিদের মতো বাংলাদেশিদেরও ‘নিষিদ্ধ’ করা হোক।
পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে সাংবাদিকদের তিনি বলেন, “আমি বিসিসিআইকে ধন্যবাদ জানাই। পাকিস্তানি প্লেয়ারদের যেমন ভারতে আসতে দেওয়া হয় না, বাংলাদেশের প্লেয়ারদের ক্ষেত্রেও সেরকম করা উচিত। কলকাতা থেকে সেই দাবি উঠেছিল, তা মেনে নেওয়া হয়েছে। যারা আমাদের দেশের বিরুদ্ধে যাবে, তাদের আমাদের খেলতে দেওয়া উচিত নয়।” ২০০৮ সালে মুম্বই জঙ্গি হামলার পর থেকে আইপিএলে খেলার অনুমতি দেওয়া হয় না। তবে বাংলাদেশের প্লেয়ারদের ক্ষেত্রে এরকম কোনও নির্দেশিকা নেই।
তবে শুধু ক্রিকেট নয়, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিজেপির প্রাক্তন সাংসদ বলেন, “বাংলাদেশে যা হচ্ছে, তা অমানবিক। ভারত সরকার নিজের কাজ করছে। যেভাবে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার করা হচ্ছে, তাতে পশ্চিমবঙ্গের মানুষও ক্ষুব্ধ। আমরা চাই বাংলাদেশে দ্রুত নির্বাচন হয়ে স্থায়ী সরকার প্রতিষ্ঠা হোক। আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা হলে মানুষের প্রাণ ও সম্পত্তি বাঁচবে। সীমান্তেও সমস্যা কমবে।”
উল্লেখ্য, ওপার বাংলায় মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে দীপু দাসকে। বাংলাদেশে হিন্দুহত্যার প্রতিবাদে শামিল ভারত। ওপার বাংলার ঘটনাপ্রবাহের আঁচ পড়েছে এদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও। এ বছর রেকর্ড ৯.২ কোটি টাকায় বাংলাদেশের অন্যতম সেরা পেসারকে দলে নিয়েছিল নাইটরা। কিন্তু মুস্তাফিজুরকে খেলানোয় প্রবল আপত্তি ওঠে। পরে বিসিসিআই থেকে জানানো হয় যে, মুস্তাফিজুরকে বাদ দেওয়ার জন্য কেকেআর’কে নির্দেশ দেওয়া হয়েছে।