• অভিষেকের আশ্বাসের ২৪ ঘণ্টার মধ্যেই ২ তরুণীর দুয়ারে বিধায়ক, মিলবে রূপশ্রীর টাকা! 
    প্রতিদিন | ০৪ জানুয়ারি ২০২৬
  • রাজ কুমার, আলিপুরদুয়ার: অভিষেকের সভায় সমস্যা জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই দুয়ারে বিধায়ক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভায় রূপশ্রী প্রকল্পের টাকা পাননি বলে জানিয়েছিলেন মিলা নাগাশিয়া ও সরস্বতী মুন্ডা। রূপশ্রী প্রকল্পের জন্য আজ, রবিবার তাঁদের থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। জানালেন, “ওঁদের সমস্ত কাগজপত্র সংগ্রহ করলাম। খুব তাড়াতাড়ি তাঁরা প্রকল্পের টাকা পেয়ে যাবেন।”

    শনিবার আলিপুরদুয়ারে মাঝেরডাবির চা বাগানে সভা করেন অভিষেক। সেই সভার শেষে এলাকার বাসিন্দাদের সমস্যার কথা শোনেন। সেখানে মিলা ও সরস্বতী লিখিত আকারে জানান, বছর দুয়েক আগে তাঁদের বিয়ে হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা রূপসী প্রকল্পের টাকা পাননি। ব্যবস্থা নেওয়ার কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই এদিন তাঁদের বাড়িতে যান স্থানীয় বিধায়ক।

    জানা গিয়েছে, মাঝেরডাবরি চা বাগানের আউট ডিভিশনে বিবেকানন্দ -২ গ্রাম পঞ্চায়েত এলাকায় ১২/ ১৩০ বুথের বাসিন্দা মিলা ও সরস্বতী। দু’বছর আগে নাগরাকাটায় গণবিবাহের আসরে সামাজিক বিয়ে হয় তাঁদের। তারপরই রুপশ্রী প্রকল্পের আবেদন করেছিলেন বলে জানান তাঁরা । কিন্তু সেই প্রকল্পের টাকা পাননি বলেও জানান। আজ, বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, “ওঁদের আবেদনের কিছু সমস্যা ছিল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানে এসে মিলা ও সরস্বতীর সমস্ত কাগজপত্র সংগ্রহ করেছি। নিয়ম মেনে তা সরকারের কাছে জমা করব। খুব তাড়াতাড়ি এঁরা রূপশ্রী প্রকল্পের টাকা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়কে অনেক কৃতজ্ঞতা জানাই।”
  • Link to this news (প্রতিদিন)