• ভাটপাড়ায় ফের চলল গুলি, এলাকা দখলের লড়াই?
    প্রতিদিন | ০৪ জানুয়ারি ২০২৬
  • অর্ণব দাস, বারাসত: বছরের প্রথম রবিবারে ভাটপাড়ায় অশান্তি। ৬ নম্বর ওয়ার্ডের নিমবাগান এলাকায় চলল গুলি। স্থানীয়দের দাবি, পরপর চার রাউন্ড গুলি চলে। কে বা কারা গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। এলাকা দখলের লড়াই নাকি নেপথ্যে অন্য কিছু, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

    ঘড়ির কাঁটায় দুপুর দু’টো। স্থানীয়দের দাবি, বাইকে চড়ে বেশ কয়েকজন যুবক এলাকায় আসে। কমপক্ষে চার রাউন্ড গুলি চালিয়ে এলাকায় ছাড়ে তারা। গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। যদিও হতাহতের কোনও খবর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া থানার বিশাল পুলিশবাহিনী। জানা গিয়েছে, এলাকা থেকে দু’টি গুলির খোল বাজেয়াপ্ত করা হয়েছে। ওই এলাকায় ভরদুপুরে কে বা কারা এল, কারাই বা গুলি চালাল, তা খতিয়ে দেখা হচ্ছে।

    গুলি চলার খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর মিলি দত্তও ঘটনাস্থলে যান। তিনি বলেন, “কিছুক্ষণ আগে ফোনে জানতে পারি এলাকায় গুলি চলেছে। হতাহতের কোনও খবর নেই। আমি প্রশাসন এবং দলীয় কর্মীদের সঙ্গে কথা বলব। তবে বলতে পারি এটা কোনও রাজনৈতিক গণ্ডগোল নয়। কারও ব্যক্তিগত কোনও সমাজবিরোধীর কাজ হতে পারে। আমার কিছুই জানা নেই। এছাড়া আর কিছুই এখন বলতে পারব না।” এই ঘটনায় যুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিধায়ক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এলাকা দখল ঘিরে গুলি চলেছে। তবে এই ঘটনার নেপথ্যে অন্য কিছু রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। গুলি চলার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয়রা।
  • Link to this news (প্রতিদিন)