• বেলাগাম হতেই ফের সেন্সর! শাহী নির্দেশে প্রত্যাবর্তনের পরই ‘মুখ বন্ধ’ দিলীপের
    প্রতিদিন | ০৪ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহী বৈঠকে মাঠে নামার নির্দেশ পেয়েই চেনা মেজাজে ধরা দিয়েছিলেন বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। গত কয়েকদিনে তাঁর চোখে-মুখে দেখা গিয়েছিল সেই পুরনো ‘ডোন্ট কেয়ার’ ভাব। কিন্তু রবিবারই ভোলবদল! খড়গপুরে সাফ জানালেন, ক্যামেরার সামনে কিছুই বলবেন না! কিন্তু কেন? শোনা যাচ্ছে, শাহী নির্দেশেই মুখে কুলুপ এঁটেছেন দিলীপ ঘোষ।

    হাতে আর কয়েকমাস। ছাব্বিশের আগে দিলীপ ক্যারিশ্মা উপেক্ষা করলে যে আদতে দলের ক্ষতি, চব্বিশের ভরাডুবি দেখেই তা বুঝে গিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বও। সেই কারণেই আসরে নেমে দিলীপের মানভঞ্জন করেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুঝিয়ে দিয়েছেন, নিজেদের দ্বন্দ্বের জেরে ছাব্বিশে কোনও ভরাডুবি বরদাস্ত করা হবে না। বাংলায় বিজেপির সরকার গঠন করতে একসঙ্গেই লড়তে হবে। এদিকে শাহী বার্তা পেয়ে ফের চাঙ্গা দিলীপ। গত বৃহস্পতিবার থেকেই চেনা মুডে তিনি। ওইদিনই বলেছিলেন, মন্দির-মসজিদ ইস্যু ভোটের ফলাফলে কোনও প্রভাব ফেলে না। ২০২৪-এর লোকসভা ভোটে ফৈজাবাদে বিজেপির পরাজয়ের কথাও মনে করিয়েছিলেন তিনি। শোনা যাচ্ছে, দিলীপের এহেন মন্তব্য মোটেই ভালোভাবে নেয়নি বিজেপির শীর্ষ নেতৃত্ব।

    সূত্রের খবর, দিলীপ ঘোষ কোথায় কী বলছেন তার সবটাই জানেন অমিত শাহ। তিনি বিষয়টা ভালো চোখে দেখছেন না, তা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যকে জানিয়েছেন। পাশাপাশি দিলীপকে মুখ বন্ধ রাখতে বলেছেন। সম্ভবত সেই কারণেই মুখ বন্ধ দাবাং নেতার। এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, “পার্টি যা বলবে সেটাই সর্বোপরি। যারা নীতি নির্ধারক তারাই পরামর্শ দেবেন। আমি পার্টির বাইরে নই। আমি যবে থেকে রাজনীতি করছি প্রেস মিডিয়ার সঙ্গে কথা বলি। আমি আমার বক্তব্য বলি। পার্টির কিছু বক্তব্য থাকে। সেবিষয়ে পার্টির মুখপাত্র বলেন। স্থানীয় ঘটনা বা বিশেষ পরিস্থিতি নিয়ে আমি মিডিয়ায় আলোচনা করি। দলের স্ট্র্যাটেজি বা পরিকল্পনা নিয়ে দলের কে মুখ খুলবে সেটা দলে আগে থেকেই ঠিক করা আছে।”
  • Link to this news (প্রতিদিন)