• বধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী-শ্বশুর
    এই সময় | ০৫ জানুয়ারি ২০২৬
  • স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। মৃতের নাম বিউটি মাঝি (২৫)। ইতিমধ্যেই মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর শ্বশুর গদাই মাঝি এবং স্বামী নীলকণ্ঠ মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    স্থানীয় সূত্রে খবর, প্রায় ছ’বছর আগে বীরভূমের নানুরের বাসিন্দা বিউটির সঙ্গে বিয়ে হয় কেতুগ্রামের কলুমোড় গ্রামের বাসিন্দা নীলকণ্ঠ মাঝির। মৃতার বাবা গদাধর মাঝি-র অভিযোগ, কাঠের কাজের জন্য তিনি কলকাতায় থাকেন। জামাই নীলকণ্ঠ নির্মাণ শ্রমিক ছিলেন। তিনিও বসবাস করতেন কলকাতাতেই। শুক্রবার স্বামীর সঙ্গে বিউটি তাঁর শ্বশুরবাড়িতে যায়। এর পরে শনিবার সকালে প্রতিবেশীদের মাধ্যমে গদাধর জানতে পারেন, বিউটির মৃত্যু হয়েছে। 

    তাঁর বাবার অভিযোগ, দাম্পত্য কলহের জেরে  শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁর মেয়েকে। পুলিশে অভিযোগও দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে কেতুগ্রাম থানার পুলিশ বিউটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নীলকণ্ঠের দাদার খোঁজ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানাচ্ছেন তদন্তকারীরা।

  • Link to this news (এই সময়)