মূল ভূ-খণ্ডের সঙ্গে যুক্ত হবে সাগরদ্বীপ। বহু প্রতীক্ষিত ‘গঙ্গাসাগর সেতু’র শিলান্যাস হতে চলেছে সোমবার। রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া এই ব্রিজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ১৬৭০ কোটি টাকা খরচ হতে চলেছে এই ব্রিজ নির্মাণের জন্য। সামনেই রয়েছে গঙ্গাসাগর মেলা। সোমবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতিও খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।
মুড়িগঙ্গা নদীর উপরে সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্যে প্রতি বছরে জলপথই ভরসা পুণ্যার্থীদের। বছরের বাকিটা সময়েও সাগরদ্বীপে যাওয়ার জন্য কাকদ্বীপের লট-৮ থেকে কচুবেড়িয়া পৌঁছতে ভেসেল পরিষেবার উপরে নির্ভর করে থাকতে হয়। সেই সমস্যা দূরীকরণের জন্যেই তৈরি হচ্ছে এই সেতু।
চার লেনের এই সেতুর দৈর্ঘ্য হবে প্রায় ৪.৭৫ কিমি। অনেকটা বিদ্যাসাগর সেতুর ন্যায় দেখতে হবে সেই সেতু। আগামী চার বছরের মধ্যেই সেতু নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেতু নির্মাণের জন্য রাজ্যকে প্রায় ১২.৯৭ একর জমি কিনতে হয়েছে। কাকদ্বীপ অংশে ৭.৯৫ একর জমি এবং কচুবেড়িয়া অংশে ৫.০১ একর জমি কিনতে হয়েছে রাজ্য সরকারকে।
পুণ্যার্থীদের পাশাপাশি বহু ব্যবসায়ীদের সুবিধা হতে চলেছে এই ব্রিজ নির্মাণের ফলে। সাগরদ্বীপ থেকে চাষের বহু জিনিস আসে এ পারে। মরশুমের নানা সব্জিও আসে সাগরদ্বীপ থেকে। ফলত, পণ্য পরিবহণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই সেতু। সর্বত ভাবে স্থানীয় মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং এলাকার পর্যটনে জোয়ার আনতেও এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।