বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে জনসংযোগ কর্মসূচি নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ জানুয়ারি বীরভূমে সভা করবেন তিনি। সেখানে গিয়ে কি তিনি সোনালি বিবির সঙ্গে দেখা করবেন? উঠছিল প্রশ্ন। রবিবার এই প্রশ্নের জবাব দিলেন বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটির কনভেনর অনুব্রত মণ্ডল। তিনি জানান, রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ওই দিন চেকআপের জন্য যাবেন সোনালি বিবি। সেই সময়েই তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন অভিষেক।
অভিযোগ উঠেছিল, বাংলায় কথা বলার ‘অপরাধে’ বাংলাদেশে পুশব্যাক করা হয় বীরভূমের অন্তঃসত্ত্বা যুবতী সোনালি বিবিকে। এর পরে তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য বিস্তর টানাপড়েন, মামলা–মোকদ্দমার মধ্য দিয়ে যেতে হয়েছিল পরিবারের সদস্যদের। তিনি এবং তাঁর নাবালক সন্তান ফিরে এলেও এখনও বাংলাদেশে বন্দি তাঁর স্বামী এবং প্রতিবেশী সুইটি বিবি–সহ তাঁর দুই সন্তান। সোনালিকে ফিরিয়ে আনার বিষয়ে পরিবারের পাশে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা রাজ্য পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একাধিক সময়ে সোনালিকে পুশব্যাকের বিষয়ে কেন্দ্রকে দুষে সরব হয়েছিলেন। ন'মাসের অন্তঃসত্ত্বা সোনালি এখন পাইকর গ্রামে নিজের বাড়িতে রয়েছেন। আগামী ৬ জানুয়ারি তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য রামপুরহাট হাসপাতালে যাবেন। তিনি একটি সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার বিষয়ে উৎসাহ প্রকাশ করেছিলেন। তাঁর দাবি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাহায্য করেছিলেন বলে তিনি দেশে ফিরতে পেরেছেন।
রবিবার অভিষেকের বীরভূম জেলায় কর্মসূচি প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, ‘তিনি হেলিপ্যাড থেকে সোজা পৌঁছবেন তারাপীঠ মন্দির। সেখান থেকে হাসপাতালে গিয়ে তিনি সোনালি বিবির সঙ্গে দেখা করবেন।’
উল্লেখ্য, আগামী ৬ জানুয়ারি রামপুরহাটের বিনোদপুর সংলগ্ন মাঠে সভা করতে চলেছেন অভিষেক। এ দিন সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখেন অনুব্রত। তিনি ছাড়াও মাঠে গিয়েছিলেন কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়-সহ কোর কমিটির একাধিক সদস্য।