• শিলিগুড়িতে পিকনিকে বচসার জেরে যুবককে পিটিয়ে খুন, তদন্তে পুলিশ
    আজ তক | ০৫ জানুয়ারি ২০২৬
  • Siliguri Bagdogra Murder Case: বর্ষবরণের আনন্দমুহূর্তেই মর্মান্তিক পরিণতি। পিকনিকের সময় বচসা থেকে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল বাগডোগরার পুঁটিমারি এলাকায়। মৃতের নাম নিখিল লোহার (৪৫)। এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।

    জানা গিয়েছে, নতুন বছরের রাতে পুঠিমারী এলাকায় একটি পিকনিকে যোগ দিয়েছিলেন নিখিল। পিকনিক চলাকালীন কয়েকজনের সঙ্গে তাঁর বচসা হয় বলে স্থানীয় সূত্রে খবর। রাত গভীর হলে নিখিল বাড়ি ফেরেননি। পরে বাড়ির পাশের একটি ফাঁকা মাঠে অচৈতন্য অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

    নিখিলকে উদ্ধার করে বাড়িতে আনার পর মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরিবারের লোকজন লক্ষ্য করেন, শরীরের বিভিন্ন জায়গায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। দ্রুত তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় এদিন মৃত্যু হয় তাঁর।

    মৃতের স্ত্রী অষ্টমী লোহার অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নিখিলকে বেধড়ক মারধর করে খুন করা হয়েছে। তাঁর দাবি, পিকনিকের সময় হওয়া ঝামেলার জেরেই এই ঘটনা ঘটেছে।

    এদিকে বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নেমেছে পুলিশ। আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মৃতদেহ বাড়িতে আনা হলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। গোটা ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

     
  • Link to this news (আজ তক)