• সোমবার রাজ্যজুড়ে পথ অবরোধ কর্মসূচি মতুয়াদের একাংশের
    দৈনিক স্টেটসম্যান | ০৫ জানুয়ারি ২০২৬
  • উল্লেখ্য, এসআইআরের এনুমারেশন পর্ব মিটে যাওয়ার পর খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে গত ২৪ ডিসেম্বর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালীন আক্রান্ত হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর গোষ্ঠীর একাধিক কর্মী ও সমর্থক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের তরফে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

    তাদের বক্তব্য, শান্তনু ঠাকুরের প্ররোচনায় বিজেপি ও আরএসএসের ক্যাডারেরা পরিকল্পিতভাবে মতুয়া সাধু-গোঁসাইদের উপর আক্রমণ চালিয়েছে। এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে পথ অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ দেওয়ার তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে। এদিন নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও বিক্ষোভ প্রদর্শন করা হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)