• ধর্ষণের অভিযোগেও পুলিশ ‘নিষ্ক্রিয়’! থানার সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবতীর
    প্রতিদিন | ০৫ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের শিকার! পুলিশে অভিযোগও দায়ের করেছেন। তার পরেও পুলিশ ‘নিষ্ক্রিয়’! কোনও পদক্ষেপ করেনি। এই অভিযোগ তুলে থানার সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলে এক নার্স। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

    ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার ঘটনা। শেখ ভিখারি মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ বর্ষের এক ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন ওই যুবতী। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে দিনের পর দিন যৌন হেনস্তা করেছেন ওই চিকিৎসক-পড়ুয়া। প্রথম ঘটনা ঘটেছিল হাজারিবাগের স্বর্ণজয়ন্তী পার্কে। তার পর তাঁর গ্রামে। মহিলার অভিযোগ, তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন। লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি। উল্টে পুলিশ অফিসারের তাঁকে বলেছিলেন, “পার্কে তো এই ধরনের ঘটনা ঘটেই থাকে।” অভিযোগকারিণীর পরিবারের দাবি, অভিযুক্ত যুবকের মা প্রথমে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। পরে তাঁরা বড় অঙ্কের পণ দাবি করা শুরু করেন। এই পরিস্থিতিতে মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন ওই যুবতী।

    যুবতী থানার সামনে আত্মহত্যার চেষ্টা করার পরেই ঘটনাস্থলে যান জেলা পুলিশের আধিকারিকেরা। ডিএসপি মনোজকুমার সিংহ বলেন, “সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে সব কিছু জানানো হবে।”
  • Link to this news (প্রতিদিন)