• হাতে-মাথায় আঘাতের চিহ্ন! হস্টেলের ঘর থেকে উদ্ধার বালিকার ঝুলন্ত দেহ
    প্রতিদিন | ০৫ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে স্কুলের হস্টেলের ঘর থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ মিলল। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছে বছর বারোর ওই ছাত্রী। যদিও পুলিশের এই দাবি মানতে নারাজ পরিবার।

    লাতুর জেলার নবোদয়া বিদ্যালয়ের ঘটনা। রবিবার সকালে হস্টেলের ঘর থেকে ওই বালিকার দেহ মিলেছে বলে জানিয়েছে জেলা পুলিশের কর্তা ডিপি সমপ। তিনি বলেন, “সকাল সাড়ে ৭টা নাগাদ এই ঘটনা সম্পর্কে জানতে পারি আমরা। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল। তদন্ত শুরু হয়েছে।” পুলিশ জানতে পেরেছে, মৃত বালিকা ষষ্ঠ শ্রেণির ছাত্রী। অউসা তহসিলের তকার বাসিন্দা সে।

    যদিও মেয়েটির পরিবারের দাবি, শনিবার রাতে তাদের মেয়েকে মারধর করেছিলেন হস্টেলের এক কর্মী। মেয়ের হাতে এবং মাথায় আঘাতের চিহ্নও রয়েছে। অভিযোগ, সকাল ৮টা নাগাদ স্কুল থেকে বাড়িতে ফোন করা হয়। বালিকার বাবাকে বলা হয়, তাঁর মেয়ে অসুস্থ। এই খবর পাওয়া মাত্রই স্কুলে যান মেয়েটির বাবা। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ছাত্রীকে যে মারধর করা হয়েছে, সে কথা তার বন্ধুরাই জানিয়েছে বলে দাবি পরিবারের।
  • Link to this news (প্রতিদিন)