• দক্ষিণ কোরিয়ান লিভ-ইন সঙ্গীকে কুপিয়ে খুন মণিপুরী তরুণীর! নয়ডার ফ্ল্যাটে ভয়ংকর কাণ্ড
    প্রতিদিন | ০৫ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের নয়ডায় দক্ষিণ কোরিয়ান লিভ-ইন সঙ্গীকে খুনে অভিযুক্ত মণিপুরের তরুণী। মৃত যুবক মদ্যপান করে তরুণীকে হেনস্তা করতেন। দীর্ঘদিন ধরে এই নিয়ে অশান্তি চলছিল। অভিযোগ, রবিবার মেজাজ হারিয়ে ধারাল অস্ত্র দিয়ে যুবককে কুপিয়ে হত্যা করেন তরুণী। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    পুলিশ জানিয়েছে, মৃত দক্ষিণ কোরিয়ান যুবকের নাম ডাক হি ইউ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতাল আনা হয়। যদিও চিকিৎসা শুরুর আগেই তাঁর মৃত্যু হয়। অভিযুক্ত তরুণী লানজিয়ানা পামাই তাঁকে কুপিয়ে হত্যা করেন। নেপথ্যে দীর্ঘদিন ধরে মদ্যপ অবস্থায় তরুণীকে মারধর এবং হেনস্তা।

    গ্রেটার নয়ডার একটি বহুতলে বাসিন্দা যুগল। ডাক একটি মোবাইল কোম্পানিতে ম্যানেজার পদ কর্মরত ছিলেন। তদন্তকারীরা জানাচ্ছেন, হত্যাকাণ্ডের দিন মদ্যপ অবস্থায় যুগলের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলছিল। এক সময় তরুণী যুবকের বুকে ধারাল অস্ত্র দিয়ে কোপান। এরপর রক্তাক্ত লিভ-ইন সঙ্গীকে তিনি নিজেই হাসপাতালে নিয়ে আসেন। যদিও ডাকের মৃত্যু হয়।

    হাসপাতাল চত্বর থেকেই অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তরুণী জানিয়েছেন, তিনিই যুবককে হত্যা করেছেন। যদিও খুন করতে চাননি তিনি। ডাকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খুনের পিছনে অন্য কারণ আছে কিনা। তরুণী সত্যি বলছেন কি না, সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)