• ‘কাজের জন্য দরজায় দরজায়...’, ইন্ডাস্ট্রিতে ২৮ বছর কাটিয়ে স্ট্রাগল নিয়ে কী বললেন ভাস্বর?
    এই সময় | ০৪ জানুয়ারি ২০২৬
  • দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ২৮ বছর কাটিয়ে দিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। ছোটপর্দা-বড়পর্দা মিলিয়ে তিন দশকে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন ভাস্বর। ধারাবাহিকে তাঁর অভিনীত নানা চরিত্র বিপুল জনপ্রিয়তাও পেয়েছে। ১৯৯৮ সালে 'জলতরঙ্গ' ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু করেন ভাস্বর।

    তার পর একে একে 'জন্মভূমিট 'মায়ের বাঁধন', 'অগ্নিপরীক্ষা' 'মা', 'ইষ্টি কুটুম', 'বিন্নি ধানের খই', 'গৌরী এলো', 'গোধূলি আলাপ'-সহ আরও অনেক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন ভাস্বর। অভিনয় জীবনের ২৮ বছর পূর্ণ করে স্মৃতির ঝাঁপি খুললেন ভাস্বর।

    কেরিয়ারের শুরুর দিকের স্ট্রাগলের স্মৃতি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন ভাস্বর। অভিনেতা লেখেন, 'স্টুডিয়োতে কাজের জন্য পরিচালকদের দরজায় দরজায় ঘুরতে ঘুরতে কখন একটা দরজা খুলে গেল বুঝতে পারিনি…আর সেটা দিয়ে ভেতরে ঢুকে আজ দেখি ২৮ বছর পেরিয়ে গেছে।'

    ইন্ডাস্ট্রির সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ভাস্বর বলেন, 'চ্যানেলের প্রযোজক,পরিচালক এবং আলোশিল্পী, যাঁরা আমায় আলোয় রেখেছেন এত দিন ধরে, সকলের কাছে আমি কৃতজ্ঞ। এবং অবশ্যই ভগবান ও দর্শকের কাছে আমি কৃতজ্ঞ।'
  • Link to this news (এই সময়)