• ৭০ বছরের বৃদ্ধার উপরে যৌন নির্যাতন, ধৃত যুবক
    এই সময় | ০৫ জানুয়ারি ২০২৬
  • ৭০ বছরের এক বৃদ্ধার উপরে যৌন নির্যাতন চালানো এবং পরে তাঁর গলা টিপে খুনের চেষ্টার অভিযোগ। পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিশের হাতে গ্রেপ্তার জিতেন বাগ নামে এক যুবক। রবিবার ভোর রাতে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। এ দিনই তাকে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। সেই সময়েই বিচারক তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ১৭ জানুয়ারি তাঁকে ফের পেশ করতে হবে আদালতে।

    পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী বৃদ্ধার বাড়ি রায়না থানা এলাকায়। শুক্রবার গভীর রাতে তিনি নিজের কামরায় ঘুমিয়েছিলেন। সেই সময়ে দরজা কোনও ভাবে খুলে ভিতরে প্রবেশ করে অভিযুক্ত এবং বৃদ্ধার উপর যৌন নির্যাতন চালায়। বৃদ্ধা চেঁচাতে গেলে অভিযুক্ত তাঁর গলা টিপে ধরে। তাঁর শরীরে কামড় বসানোর অভিযোগও উঠেছে। কোনও মতে চিৎকার করে সাহায্য চান বৃদ্ধা। তা শুনে অন্য ঘর থেকে ছুটে আসেন তাঁর নাতি ও পুত্রবধূ। তাঁদের দেখে পালিয়ে যায় জিতেন। এর পরে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বৃদ্ধার পুত্রবধূ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(১) ধারায় (যৌন নির্যাতনের সঙ্গে সম্পর্কযুক্ত) অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। জানা গিয়েছে, এই ঘটনার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন বৃদ্ধা। তিনি একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

  • Link to this news (এই সময়)