• স্থগিত থাকার পরে ফের চালু সোদপুর উড়ালপুলের সংস্কার, কোন পথে চলছে গাড়ি?
    এই সময় | ০৫ জানুয়ারি ২০২৬
  • এই সময়, সোদপুর: বাম আমলে তৈরি হওয়া উড়ালপুলে ত্রুটি ধরা পড়ায় গত ২৫ নভেম্বর থেকে উত্তর শহরতলির ব্যস্ততম সোদপুর উড়ালপুলের মেরামতির কাজ শুরু হয়েছে। ফলে ওই উড়ালপুল দিয়ে যান নিয়ন্ত্রণ শুরু করেছে পুলিশ। ঠিক ছিল, মাস দুয়েকের মধ্যে কাজ শেষ করে আবার যান চলাচল স্বাভাবিক করা হবে। কিন্তু পানিহাটি উৎসবের জন্য গত ২০ ডিসেম্বর থেকে সেই কাজ বন্ধ হয়ে যায়। যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন পানিহাটি, সোদপুরের মানুষ। প্রায় দু'সপ্তাহ কাজ বন্ধ থাকার পরে শনিবার থেকে আবার নতুন করে শুরু হয়েছে সংস্কারের কাজ। ফলে ফের যান নিয়ন্ত্রণ করা হচ্ছে পুলিশের তরফে।

    পুরোনো পদ্ধতিতে মধ্যমগ্রামের দিক থেকে গাড়িগুলি সোদপুর বিটি রোডের দিকে যেতে হলে উড়ালপুল দিয়ে যেতে পারবে। কিন্তু বিটি রোড দিয়ে ঘোলা, মধ্যমগ্রামগামী কোনও গাড়ি উড়ালপুলের দিকে যেতে পারবে না। সমস্ত গাড়ি গির্জা মোড় হয়ে একফোর্ড রোড ধরে আট নম্বর

  • Link to this news (এই সময়)