নয়াদিল্লি: দিল্লি দাঙ্গায় অন্যতম অভিযুক্ত সমাজকর্মী তথা জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের জামিন নিয়ে সুপ্রিম কোর্টে মামলার রায়দান আজ। এই মামলায় অন্য অভিযুক্তরা হলেন শরজিল ইমাম, ললফিশান ফতিমা, মীরা হায়দার, শিফাউর রহমান, মহম্মদ সালিম খান এবং সাদাব আহমেদ। গত ২ সেপ্টেম্বর মামলার শুনানি শেষ হয়। ১০ ডিসেম্বর রায়দানের কথা থাকলেও, শেষ মুহূর্তে তা স্থগিত রাখেন বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি আনজারিয়াকে নিয়ে গঠিত বেঞ্চ। ২০২০ সালে সিএএ এবং এনআরসি বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে উত্তর-পূর্ব দিল্লির বিস্তীর্ণ এলাকায়। তাতে মৃত্যু হয় ৫৩ জনের। জখম হন ৭০০ জনেরও বেশি। উমর, শরজিল সহ অন্যদের বিরুদ্ধে ইউএপিএ এবং পূর্বতন আইপিসির একাধিক ধারায় মামলা করে দিল্লি পুলিশ।