ভেনেজুয়েলা: আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানের বার্তা ‘উদ্বিগ্ন’ ভারতের
বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি: সস্ত্রীক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার পর আপাতত ভেনেজুয়েলা ‘চালানো’র বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই সামরিক অভিযানের নিন্দায় সরব কলম্বিয়া সহ একাধিক দেশ। মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে স্পেন। এই পরিস্থিতিতে অনেকটা দেরিতে ও সাবধানী হয়ে মুখ খুলল নয়াদিল্লি। ‘বন্ধু’ ট্রাম্পকে না চটিয়ে এব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া জানাল ভারত। রবিবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। পুরো বিষয়টির উপর নজর রাখছে ভারত। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের আহ্বান জানানো হচ্ছে। যাতে ওই অঞ্চলের শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকে।’ বিবৃতিতে কোথাও সরাসরি ট্রাম্পের পদক্ষেপ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
বিদেশ মন্ত্রকের বার্তা, কারাকাসের দূতাবাস ভেনেজুয়েলায় বসবাসকারী ভারতীয়র সঙ্গে যোগাযোগ রাখছে। তাঁদের যাবতীয় সহযোগিতা করা হবে। এই কঠিন সময়ে ভেনেজুয়েলার মানুষের পাশে রয়েছে ভারত।
তবে তেলের ভাণ্ডার ভেনেজুয়েলার এই অস্থির পরিস্থিতি ভারতের অর্থনীতিতে কোনও প্রভাব ফেলবে না। এদিন এমনটাই জানাল গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই)। সংশ্লিষ্ট থিঙ্ক ট্যাঙ্কের বক্তব্য, ২০০০ ও ২০১০ সালের দিকে ভেনেজুয়েলার তেলের অন্যতম বড়ো ক্রেতা ছিল ভারত। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার জেরে ২০১৯ সাল থেকে ভারতের সেই নির্ভরতা কমতে শুরু করেছে। ভেনেজুয়েলা থেকে তেলের আমদানি কমে গিয়েছে। বাণিজ্যিক কার্যকলাপও হ্রাস পেয়েছে। তাই বর্তমান পরিস্থিতির জেরে ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনও সম্ভাবনা নেই।