নয়াদিল্লি: রাজস্থানের নিমরানার হোটেল হামলার ঘটনায় দুই শ্যুটারের বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনআইএ। তদন্তে জানা গিয়েছে, এই হামলার সঙ্গে খালিস্তানি জঙ্গি সংগঠনের যোগ রয়েছে। এনআইএ জানিয়েছে, অভিযুক্ত দুই শ্যুটার বিদেশে লুকিয়ে থাকা খালিস্তানি জঙ্গিদের নির্দেশে এই হামলা চালায়। হামলার উদ্দেশ্য ছিল এলাকায় আতঙ্ক সৃষ্টি করা এবং হোটেল মালিকের কাছ থেকে টাকা আদায়। অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ, অস্ত্র আইন এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা প্রয়োগ করা হয়েছে। এনআইএ আরও জানিয়েছে, এই মামলায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্ত এখনও শেষ হয়নি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছিল। এনআইএ সাফ জানিয়েছে, দেশের নিরাপত্তার বিরুদ্ধে যে কোনও ষড়যন্ত্র কঠোর হাতে দমন করা হবে। চার্জশিট পেশ করায় এই মামলায় বিচার প্রক্রিয়া আরও দ্রুত এগোবে বলেই মনে করছেন তদন্তকারীরা।