৩ বছরে ৩ বার অফিশিয়াল পোর্ট্রেট বদল রাষ্ট্রপতি মুর্মুর
বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তিন বছরে তিন ছবি। ফের নিজের অফিশিয়াল পোর্ট্রেট বদলালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম। যা নজিরবিহীন। সাধারণত রাষ্ট্রপতি হওয়ার পর পাঁচ বছরের জন্য ঠিক করা হয় একটিই ছবি। সেটিই সব রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, বিদেশে থাকা ভারতীয় দূতাবাস, কেন্দ্রীয় সরকারি দপ্তর, রাজভবনে টাঙাতে হয় সেই ছবি। কেউ কোনও অনুষ্ঠানে রাষ্ট্রপতির ছবি ব্যবহার করলে লাগাতে হয় ‘অফিসিয়াল পোর্ট্রেট’ই। কিন্তু গত তিন বছরে তিনবার অফিসিয়াল পোর্ট্রেট বদল হওয়ায় অধিকাংশ রাজ্য তো বটেই, এমনকী রাজধানী দিল্লির সিংহভাগ কেন্দ্রীয় সরকারি দপ্তরেই ছবি বদল হয়নি। আগামী ২০২৭ সালে হবে রাষ্ট্রপতি নির্বাচন। তাই দ্রৌপদী মুর্মুর মেয়াদ শেষের একপ্রকার অন্তিম পর্যায় চলছে। তাই কি আর নতুন করে খরচ বাড়িয়ে পোর্ট্রেট পরিবর্তনে আগ্রহী নয় মন্ত্রকগুলি? উঠছে প্রশ্ন।
ঝাড়খণ্ডের রাজ্যপাল থেকে ২০২২ সালে দেশের ১৫ তম রাষ্ট্রপতি হন ওড়িশার মানুষ দ্রৌপদী মুর্মু। নির্বাচনের ১৪ দিন পর ঠিক করেন নিজের অফিসিয়াল পোর্ট্রেট। কিন্তু মাস খানেকের মধ্যেই বদলে দেওয়া হয় সেই ছবি। সামনাসামনি স্মিত হাসির সেই পোর্ট্রেট গত কয়েক বছর লাগানো হয়েছে সরকারি দপ্তরে। লালপেড়ে সম্বলপুরী শাড়ি থাকলেও বদলে গিয়েছিল ব্লাউজের রঙ। সাদা থেকে হয়েছিল লাল। বদলে গিয়েছিল রিমলেশ চশমাও। এবার ফের বদল। সম্প্রতি অফিসিয়াল পোর্ট্রেট পরিবর্তন করলেন রাষ্ট্রপতি। এবার সামান্য বাঁদিকের প্রোফাইলে তোলা হল ছবি। সম্বলপুরী হলেও বদলে গেল শাড়ির রঙ। গোলাপি পাড়ের ঘি রঙ। ব্লাউজের রঙও গোলাপি। চশমার ডিজাইনও আলাদা।