নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার দক্ষিণ বিধানসভার শুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েতকে বাংলাদেশের সঙ্গে তুলনা করেছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক। আর তাঁর মন্তব্যকে ঘিরে রবিবারও কোচবিহারের রাজনৈতিক মহলে প্রবল বিতর্ক অব্যাহত। ওই বক্তব্যের প্রতিবাদে কোচবিহার কোতোয়ালি থানা, তুফানগঞ্জ থানা সহ জেলার বিভিন্ন থানায় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে রবিবার অভিযোগ দায়ের করা হয়। তৃণমূলের দাবি, নিশীথ প্রামাণিক পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠে বিজেপির সভা থেকে শুকটাবাড়ি নিয়ে যে মন্তব্য করেছেন তা ঠিক নয়। ভারত ধর্ম নিরেপক্ষ দেশ। তাই কোনও জায়গা নিয়ে এমন মন্তব্য করা আইন বিরুদ্ধ। সেই কারণেই থানায় অভিযোগ দায়ের করা হল।
শুকটাবাড়িতে কয়েক দশক ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাস। আবার অন্যান্য সম্প্রদায়ের মানুষও রয়েছে। এটা শান্তিপূর্ণ সহাবস্থানের উদাহরণ। সেই জায়গায় নিশীথের এমন মন্তব্য পরেই গর্জে ওঠেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তিনি শুকটাবাড়ির রাস্তা দিয়ে নিশীথের যাতায়াত বন্ধ করে দেওয়ার নিদান দেন। শনিবার সন্ধ্যায় শুকটাবাড়িতে জাতীয় পতাকা নিয়ে মিছিল করেন স্থানীয়রা। রবিবার জেলার থানাগুলিতে দায়ের করা হল অভিযোগ। যদিও এই বিষয়ে কার্যত দায় এড়াচ্ছে বিজেপির জেলা নেতৃত্ব।
প্রসঙ্গত, শুক্রবার পুরাতন পোস্টঅফিস পাড়ার মাঠে মিঠুন চক্রবর্তীর সভা ছিল। সেই সভাতেই নিশীথ বলেছিলেন— কোচবিহার শহরের তোর্সা নদী পেরলেই শুকটাবাড়ি। সেখানে আরএকটা বাংলাদেশ অপেক্ষা করছে। এখনও যদি জাগ্রত না হন তাহলে শুকটাবাড়ি থেকে দলে দলে লোক এসে কোচবিহার শহরকে ছাড়খাড় করে দেবে। তারও বেশি দেরি নেই।
এদিন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ভারতবর্ষ ধর্ম নিরেপক্ষ দেশ। সেটা বিজেপি মানুক আর নাই মানুক। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সবধর্মের মানুষকে মর্যাদা দেন। কিন্তু বিজেপি নেতারা এখানে সম্প্রদায়িক বিভেদ তৈরি করে বাংলাকে পিছিয়ে দিতে চায়। নিশীথ প্রামাণিক যা বলেছেন তা উস্কানিমূলক। তাঁর নিজের জন্মই তো বাংলাদেশে। উনি কেন্দ্রের মন্ত্রী হওয়ার পর বাংলাদেশের গাইবান্ধায় তাঁর বাড়িতে উৎসব হয়েছিল। তিনি যা বলেছেন তা গর্হিত অপরাধ। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
উদয়নের বক্তব্য, যেভাবে নিশীথ উস্কানিমূলক কথা বলেছেন তাতে সব থানাতেই ওঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা উচিত। জেলা টিএমওয়াইসি সভাপতি স্বপন বর্মন বলেন, নিশীথ প্রামাণিক নিজেই তো বাংলাদেশি। অসাংবিধানিক ও সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলেছেন। সেই কারণেই নিশীথ প্রামাণিকের মন্তব্যের বিরুদ্ধে জেলার সব থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে।
কোচবিহার দক্ষিণের বিধায়ক বিজেপির নিখিলরঞ্জন দে’র দাবি, নিশীথ প্রামাণিকের বক্তব্যের বিরুদ্ধে কেউ অভিযোগ দায়ের করতেই পারেন। এভাবে ওঁর সরাসরি না বলাটাই উচিত ছিল। এটা দলের কোনও নির্দেশ নয়। যদিও এই প্রসঙ্গে জানার জন্য নিশীথ প্রামাণিককে ফোন করা হলেও রিসিভ করেননি। এসএমএস করেও উত্তর পাওয়া যায়নি। • নিজস্ব চিত্র।