• অভিষেকের রোড শোতে প্রতি বুথ থেকে তিনশো কর্মীকে আনার লক্ষ্য
    বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, ইটাহার: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোতে ইটাহার বিধানসভার প্রতি বুথ থেকে অন্তত ৩০০ কর্মীকে নিয়ে আসার লক্ষ্যমাত্রা নিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জেলার নয়টি বিধানসভা থেকেও কয়েক হাজার কর্মী সমর্থককে নিয়ে আসা হবে ইটাহারে। এমনটাই দাবি করেছেন দলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

    তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জেলায় আসার আগে সোমবার ব্লক যুব তৃণমূল ইটাহার শহরে এক হাজারের অধিক বাইক নিয়ে র‍্যালি করবে। অভিষেকের রোড শোকে ভিন্নমাত্রা দিতে প্রস্তুতি তুঙ্গে জেলা ও ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের অন্দরে। যুব তৃণমূল সভাপতি মোজাফফর হোসেন বলেন, সোমবার ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা সফল করতে বাইক র‌্যালি হবে। সেখানে এক হাজারের বেশি বাইক নিয়ে র‍্যালি করবেন যুব তৃণমূলের কর্মীরা।আগামী ৭ জানুয়ারি ইটাহারে রোড শো করবেন অভিষেক। সেই কর্মসূচি সফল করতে ইতিমধ্যে জেলা তৃণমূল কংগ্রেস প্রস্তুতি সভা করেছে। গত শনিবার ইটাহার হাইস্কুল মাঠে ব্লক তৃণমূলের সমস্ত শাখা সংগঠনকে নিয়ে প্রস্তুতিসভাও করে দলীয় নেতৃত্ব। ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোকে আমরা ইটাহারের বুকে ঐতিহাসিক রোড শোয়ে রূপান্তরিত করতে চাই। ব্লকের প্রত্যেক বুথ থেকে ৩০০ কর্মী সমর্থক নিয়ে আসার লক্ষ্য মাত্রা বেঁধে দিয়েছেন দলের ব্লক  সভাপতি কার্তিক দাস। তাঁর কথায়, আমরা অঞ্চল নেতৃত্বকে প্রত্যেক বুথ থেকে ৩০০ কর্মী নিয়ে আসার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছি। তার প্রস্তুতি চলছে। 
  • Link to this news (বর্তমান)