তুফানগঞ্জ-২ পঞ্চায়েত সমিতির অফিসে তৃণমূলের বৈঠক! বিতর্ক
বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, তুফানগঞ্জ: তুফানগঞ্জ-২ পঞ্চায়েত সমিতির অফিসে তৃণমূল কংগ্রেসের বৈঠক হয়েছে বলে অভিযোগ। সরকারি অফিসে শাসক দলের এই বৈঠক ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। গোটা ঘটনায় ব্লক প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রবিবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে বিরোধীরা। ১৩ জানুয়ারি কোচবিহারে জনসভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভার প্রস্তুতি নিয়ে শনিবার ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে তুফানগঞ্জ-২ পঞ্চায়েত সমিতির সভাপতির অফিসে প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় বলে অভিযোগ। বৈঠকে তুফানগঞ্জ-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস, ব্লক সভাপতি নিরঞ্জন সরকার সহ দলীয় সমস্ত অঞ্চল সভাপতি এবং নেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন। পঞ্চায়েত সমিতির সভাপতির অফিসে দলীয় প্রস্তুতি বৈঠকের ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আর এনিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিরোধীরা।
সোশ্যাল মিডিয়ার ছবি পোস্ট করে বিজেপির এসসি মোর্চার কোচবিহার জেলা সহ সভাপতি সুমন বর্মন লিখেছেন, ‘তৃণমূল কংগ্রেসের দলীয় প্রস্তুতি বৈঠক কীভাবে পঞ্চায়েত সমিতির সভাপতির চেম্বারে হয়? লুকোচুরি না করে, পঞ্চায়েত সমিতির ব্যানার খুলে সেখানে তৃণমূল দলীয় কার্যালয়ের ব্যানার লাগানো হোক।’
সিপিএমের কোচবিহার জেলা কমিটির সদস্য ইউসুফ আলি বলেন, সরকারি দপ্তরে কীভাবে রাজনৈতিক দলের প্রস্তুতি সভা হয়। আসলে প্রশাসনের রাজনীতিকরণ এই জমানায় নতুন কিছু নয়। যদিও বিরোধীদের তোলা অভিযোগ অস্বীকার করে তৃণমূলের তুফানগঞ্জ-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শীতলচন্দ্র দাস বলেন, পঞ্চায়েত সমিতি সংক্রান্ত বিষয়ে অনেক লোকজন আমার অফিসে আসে। রাজনৈতিক কোনও কর্মসূচি হয়নি। এধরনের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। এব্যাপারে তুফানগঞ্জ-২ বিডিও অজয় কুমার দণ্ডপাত বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখব। • এই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিরোধী শিবির।