• কংগ্রেস-বিজেপি আঁতাতের কথা বুথে বুথে প্রচার করার কৌশল নিচ্ছে তৃণমূল
    বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: রাজনীতির ময়দানে বিজেপি এবং কংগ্রেস একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। পুরাতন মালদহে দুই দলের নেতৃত্ব সমঝোতা করে নিজেদের আখের গোছাচ্ছে বলে অভিযোগ করল তৃণমূল। দাবি, কংগ্রেসের সমর্থনে পঞ্চায়েত সমিতি চালাচ্ছে বিজেপি বোর্ড। সমিতির সভাপতি বিজেপির। অন্যদিকে, মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতেও একই অবস্থা। সেখানে বিজেপির সমর্থনে ক্ষমতায় রয়েছে কংগ্রেসের বোর্ড। প্রধান রয়েছেন কংগ্রেসের।

    এবার দুই দলের আঁতাতের কথা বুথে বুথে গিয়ে এবং একাধিক জনসভা, কর্মীসভায় তুলে ধরার কৌশল নিচ্ছে তৃণমূল। রবিবার এমনটাই জানিয়েছেন দলের পুরাতন মালদহ ব্লক সভাপতি সুদীপ্ত রায়। বলেন, বিজেপি এবং কংগ্রেসের নেতারা মিলে মিশে পঞ্চায়েত সমিতি এবং একটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড চালাচ্ছে। আমরা এই আঁতাতের কথা জোর প্রচার করব। ৬টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের কাছে সেকথা তুলে ধরা হবে। পুরাতন মালদহে পঞ্চায়েত সমিতির আসন ১৮টি। সেখানে বিজেপি আট, কংগ্রেসের দুই, সিপিএম একটি আসন পায়। তৃণমূল পেয়েছিল সাতটি। অন্যদিকে, মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতে ২৫টি আসনের মধ্যে তৃণমূল এবং কংগ্রেস ন’টি করে আসন পায়, বিজেপি পাঁচ এবং দুটিতে নির্দল প্রার্থী জিতেছিলেন। পরবর্তীতে বিজেপি এবং কংগ্রেস সমঝোতা করে বোর্ড চালাচ্ছে।

    উত্তর মালদহের বিজেপি সভাপতি প্রতাপ সিংহ বলেন, তৃণমূল যা প্রচার করবে করুক। পুরাতন মালদহে তৃণমূলের অপশাসন এবং সন্ত্রাস, দুর্নীতি রুখতে মানুষ জোট করিয়েছেন। সেটা মানুষের জোট। অন্য কোনও বিষয় নেই।

    কংগ্রেসের পুরাতন মালদহ ব্লক সভাপতি গোপাল সরকারের কথায়, তৃণমূলের দখলে এমন অনেক গ্রাম পঞ্চায়েত রয়েছে, যেখানে তারা বিপক্ষ দলকে সমর্থন করে। এখানে দলীয় কোনও বিষয় নেই।
  • Link to this news (বর্তমান)