অগ্নিকাণ্ড রুখতে ময়নাগুড়ি বাজারে মকড্রিল করবে দমকল এবং পুলিশ
বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি বাজারে মকড্রিল করবে দমকল বিভাগ ও পুলিশ। শুক্রবার ভোরে ময়নাগুড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভস্মীভূত হয়েছে। সেই অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার ব্যবসায়ী সমিতির নির্দেশে ময়নাগুড়ি পুরাতন বাজারে যুদ্ধকালীন তৎপরতায় বিভিন্ন দোকানের বাড়তি শেড সহ দোকানের বাইরে তৈরি করা পাকা স্থান ভাঙার কাজ শুরু হয়েছে। রবিবার ব্যবসায়ীরা ব্যবসায়ী সমিতির নির্দেশমতো কাজ শুরু করেছে। বিভিন্ন দোকানের সরকারি যে মাপ রয়েছে তার বাইরে তৈরি কাঠামো ভেঙে দেওয়া হচ্ছে। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ১০ জন শ্রমিক নিয়োগ করা হয়েছে।
ময়নাগুড়ি বাজার অত্যন্ত ঘিঞ্জি হয়ে পড়েছিল। এর ফলে বাজারের ভিতর দমকল, অ্যাম্বুলেন্স সহ অন্যান্য গাড়ি প্রবেশ করতে পারত না। বাজারে কোনও দুর্ঘটনা ঘটলে যেন সহজেই দমকল প্রবেশ করতে পারে সে কারণে এবার কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি। শনিবার থেকে শুরু হয়েছে বিভিন্ন দোকানের বাড়তি শেড সহ অতিরিক্ত অংশ ভাঙার কাজ। এই কাজ শেষ হয়ে গেলে দমকল ও পুলিশ বাজারের গলিগুলিতে মকড্রিল করবে। কোন রাস্তা দিয়ে দমকল সহজেই ভিতরে প্রবেশ করতে পারবে এবং বাইরে বের হতে পারবে সেটা দেখা হবে।
ময়নাগুড়ি দমকল কেন্দ্রের ওসি নিতাই চন্দ্র শীল বলেন, বাজারে ব্যবসায়ীরা যে কাজ করছেন সেটা শেষ হয়ে যাওয়ার পর আমরা বাজারের অলিগলিগুলিতে আমাদের গাড়ি নিয়ে প্রবেশ করব। পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন করা হবে। হঠাৎ করে আগুন লেগে গেলে প্রাথমিক ভাবে কীভাবে নেভাতে হবে সেটাও শেখানো হবে।
ময়নাগুড়ি বাজারের ব্যবসায়ী সুকুমার সাহা, অনুপ পাল বলেন, ১৯৬৫ সালের যে নির্ধারিত মাপ রয়েছে সেই হিসেবেই দোকানের মাপ থাকছে। বাড়তি অংশ আমরা খুলে ফেলছি। কারণ বাজারের ভিতর আগুন লাগলে অগ্নিকাণ্ড ঘটলে যেন সহজেই দমকল প্রবেশ করতে পারে। শুক্রবার দমকলকে আগুন নেভাতে অনেকটা বেগ পেতে হয়েছে। বাজারের সমস্ত অলিগলি উন্মুক্ত থাকলে আগুন লাগলে রক্ষা সম্ভব। সে কারণেই আমরা ব্যবসায়ীরা বাড়তি অংশ খোলা ও ভাঙার কাজ শুরু করেছি।
ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা বলেন, পুরাতন বাজারে পুরোদমে কাজ চলছে। ১০ জন অভিজ্ঞ শ্রমিক কাজ করছেন। সমস্ত কাজ শেষ হয়ে গেলে বাজারে মকড্রিল হবে। এতে আমরা সহজেই বুঝতে পারব দমকলের প্রবেশে কোনও অসুবিধা হচ্ছে কি না।