প্রচুর টাকা খরচে হিন্দিভাষী নেতাদের জামাই আদর, বোঝেন না বাংলাভাষা
বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ভিনরাজ্য থেকে আসা বিজেপি নেতারা থাকছেন নামী হোটেল ভাড়া করে। তাঁদের জন্য রয়েছে এলাহি বন্দোবস্ত। প্রতিটি বিধানসভা কেন্দ্র ঘুরে ভোট ব্যাঙ্ক তৈরি করা তাঁদের টার্গেট। অথচ, তাঁরা বাংলা বলতে জানেন না। বোঝেনও না। সেক্ষেত্রে দোভাষীর প্রয়োজন হচ্ছে। ভিনরাজ্য থেকে থেকে আসা নেতারা গ্রামে গিয়ে ভোজপুরী, হিন্দি ভাষায় বুলি আওড়াচ্ছেন। অনেকেই কিছু না বুঝে মাথা নাড়াচ্ছেন। দলের প্রবীণ নেতা-কর্মীরা বলছেন, ভিনরাজ্যের নেতাদের জন্য এত টাকা খরচ না করে কেন্দ্রীয় নেতৃত্ব যদি বুথের কর্মীদের কথা ভাবত, তাহলে দলের পক্ষে ভালো হত। বুথপিছু টাকা বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। অথচ কোনও কাজে না লাগা ভিনরাজ্যের নেতাদের জন্য মোটা টাকা খরচ করা হচ্ছে।
বিজেপির এক প্রবীণ নেতা বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব বুথে ‘সাইলেন্ট অপারেশন’ চালানোর কথা বলছে। প্রতি বুথপিছু একজন নেতাকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন। কারও বাড়িতে কেউ মারা গেলে, কিংবা কোনও অনুষ্ঠান থাকলে নিজে থেকেই তিনি চলে যাচ্ছেন। মুখে কিছু না বললেও ঠারেঠোরে বুঝিয়ে দেওয়া হচ্ছে বিজেপি তাদের পাশে রয়েছে। বুথস্তরের নেতারা আসল কাজ করছেন। কিন্তু হঠাৎ করেই দেখা গেল, তাঁদের উপর খবরদারি করার জন্য হিন্দিভাষী নেতাদের পাঠিয়ে দেওয়া হল। যারা এরাজ্যের সংস্কৃতিই বোঝে না, তারা কীভাবে সংগঠনের কাজ করবে? হিন্দিভাষী নেতাদের পাঠানোর কোনও যুক্তি নেই। অন্য রাজ্যের ভোট যে কায়দায় হয়, বাংলায় সেভাবে হয় না। শোনা যাচ্ছে আবার প্রতিটি মণ্ডলের জন্য এমাসেই আরও বহিরাগত আসবে। বিজেপির আদি নেতা হিসেবে পরিচিত কেশব কোনার বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব জেলার নেতাদের অপমান করছে। বুথস্তরের নেতারা সারা বছর নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁদের কথা চিন্তা করা দরকার। বাইরের নেতাদের ওভাবে আপ্যায়ন না করে বুথের নেতাদের আর্থিকভাবে সাহায্য করা দরকার। অনেকে নিজের পকেটের টাকা খরচ করে সংগঠনের কাজ করেন। তাঁদের বাইকের তেলের খরচও দেওয়া হয় না। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় অনেকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাঁদেরকেও সেভাবে আর্থিক সহযোগিতা করা হয়নি। অথচ হিন্দি ভাষাভাষী নেতারা হোটেলে থাকছেন। দামি গাড়িতে ঘুরছেন। কোনও কিছুর অভাব রাখা হচ্ছে না।
বিজেপি নেতা নরেশ কোনার বলেন, সব দলের ভোট পরিচালনার আলাদা আলাদা পদ্ধতি রয়েছে। বিজেপি নেতৃত্বের আলাদা নিয়ম রয়েছে। বাইরের রাজ্য থেকে নেতারা এলেও মূল কাজ বুথ এবং মণ্ডলের নেতারাই করেন। ভিনরাজ্যের নেতারা বিভিন্ন পরামর্শ দেন। ভোট পরিচালনার দক্ষতা তাঁদের রয়েছে।