নিজস্ব প্রতিনিধি, বারাসত: টেবিলের উপর থরে থরে সাজানো ৫০০ টাকার বান্ডিল। এর পাশেই বসে বারাসত-১ পঞ্চায়েত সমিতির সহসভাপতি। পাশেই বসে আছেন এক ব্যবসায়ী। রবিবার তৃণমূল নেতার ভাইরাল ভিডিয়ো নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। যদিও ভিডিয়োটি পুরানো বলেই দাবি করেছেন তৃণমূল নেতা গিয়াসউদ্দিন মণ্ডল ওরফে বাবলু। তাঁর দাবি, এটা জমি কেনাবেচা সংক্রান্ত। এনিয়ে কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। ভাইরাল ভিডিয়োটি ৩ মিনিট ২০ সেকেন্ডের। (এর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’)। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, দোতলার কোনও একটি ঝাঁ চকচকে অফিস ঘর। সেখানে আছে বেশ কয়েকটি টেবিল। আর টেবিলের উপর ৫০০ টাকার নোটের পাহাড়! পাশে রয়েছে একাধিক চেয়ার। একটিতে বসে আছেন তৃণমূল নেতা তথা বারাসত-১ পঞ্চায়েত সমিতির সহসভাপতি গিয়াসউদ্দিন। তাঁর পাশে লাল সোয়েটার পরা আর একজন। অন্য চেয়ারে ব্যবসায়ী বাকিবুল ইসলাম। টাকার বান্ডিল এতই উঁচু যে ব্যবসায়ীর মুখ দেখা দায়!
প্রাথমিকভাবে এই ভিডিয়ো দেখে অনেকের ধারণা, কোটির বেশি টাকা আছে। ভিডিয়োর শেষে আর একজনকে সেই টাকা ব্যাগে ভরে নিয়ে যেতে দেখা গিয়েছে। ইতিমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। এত টাকা নিয়ে তৃণমূল নেতা কী করছেন, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। উড়ে আসছে কটাক্ষের বানও।
এনিয়ে তৃণমূল নেতা গিয়াসউদ্দিন বলেন, ‘ভিডিয়োটি ২০২২ সালের। একটা জমি কেনার টাকা। বারাসতে একটা জমি আমি ও বন্ধুরা মিলে কিনছিলাম। তারই লেনদেন চলছিল। আমিও উপস্থিত ছিলাম।’
এদিকে, ব্যবসায়ী বাকিবুল বলেন, ‘এটা আগের ভিডিয়ো, যা মনে পড়ছে, এটা জমি বিক্রির লেনদেনের টাকা। গিয়াসউদ্দিন জমির পার্টনার। কাজিপাড়ার একটি জায়গায় বসে লেনদেন হয়।’
এনিয়ে বারাসত-১ ব্লক তৃণমূলের কনভেনার ইছা হক সর্দার বলেন, ‘গিয়াসউদ্দিন একটি মাদ্রাসার ক্লার্ক ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি। তিনি টাকার পাহাড়ের সামনে বসে আছেন! এ মেনে নেওয়া যাবে না। সামান্য চাকরি করে উনি এত টাকা পেলেন কোথা থেকে? আমরা তদন্ত করে এক্ষেত্রে দলীয় স্তরে উপযুক্ত ব্যবস্থা নেব। কোনও কর্মীর কাজে দল কালিমালিপ্ত হবে, তা মেনে নেওয়া যায় না।’
এনিয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র বলেন, ‘গিয়াসউদ্দিন আসলে এক জমি মাফিয়া। এলাকায় কান পাতলেই ওঁর ‘কীর্তি’ শোনা যাবে। এঁদের নিয়েই তৃণমূল চলছে। আমরা ইডি তদন্তের দাবি করছি।’
বারাসত-১ পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি অবশ্য তাঁর সহসভাপতির পাশেই দাঁড়িয়েছেন। হালিমা বিবি বলেছেন, ‘গিয়াসউদ্দিন দীর্ঘদিন ধরে জমি ব্যবসা করেন। এটা অপরাধ নয়। ভোটের আগে একটা পুরানো ভিডিয়ো ভাইরাল করে তৃণমূলকে কালিমালিপ্ত করার চক্রান্ত ছাড়া কিছুই নয় এটা।’