• লিট্টি চোখা উৎসবে মাতল পোস্তা, শুভেচ্ছা মমতার
    বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিন্ন সংস্কৃতির এক অবিচ্ছেদ্য বন্ধন গড়ে দিল লিট্টি চোখা উৎসব। শামিল হলেন প্রায় ২০ হাজার মানুষ। সব ধর্ম, সম্প্রদায়ের মানুষ মিলেমিশে গেলেন এই উৎসবে। রবিবার পোস্তায় আয়োজিত হয় পূর্বাচল লিট্টি চোখা ভোজ উৎসব। এই অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাংসদ তথা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শশী পাঁজা, সাংসদ সায়নী ঘোষ প্রমুখ। এ বছর লিট্টি চোখা উৎসব ২৬ বছরে পা দিয়েছে। অনুষ্ঠানের মূল আয়োজক বর্ষীয়ান তৃণমূল নেতা কৃষ্ণপ্রতাপ সিং ও তাঁর ছেলে যুব তৃণমূল নেতা শক্তিপ্রতাপ সিং। লিট্টি, চোখা, চাটনি, হালুয়া পরিবেশন করা হয় সাধারণ মানুষকে। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্যাকেটের ব্যবস্থাও করা হয়েছিল। প্রায় ৮০ হাজার পিস লিট্টি তৈরি করা হয়েছিল পরিবেশনের জন্য। ৩৫০ জন কারিগর কাজ করেছেন। লিট্টি রাখবার জন্য হিট চেম্বার আনার হয়েছিল পাটনা থেকে। উৎসবের আয়োজক কৃষ্ণপ্রতাপ সিং বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা যে লিট্টি চোখা উৎসব করেছি, তাতে সব অংশের মানুষ হাজির হয়ে সম্প্রীতির বন্ধন দৃঢ় করেছেন।’   নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)