বর্ষবরণের রাতে পার্টি শেষে মোবাইলের দোকানে আগুন দেওয়ার অভিযোগ, ধৃত ১
বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষবরণের রাতে পার্টি শেষে মোবাইল মেরামতির দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। মোবাইল সহ অন্যান্য সামগ্রী পুড়ে নষ্ট হয়েছে। ঘটনাটি ঘটেছে নিউ আলিপুর থানার সাহাপুর কলোনিতে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অলোক সিং নামে এক যুবককে শনিবার রাতে গ্রেপ্তার করেছে থানা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩১ তারিখ রাতে এই এলাকায় কিছু যুবক পার্টি করছিলেন। সঙ্গে চলছিল দেদার মদ্যপান। মাইকও বাজছিল জোরে। রাত দুটো নাগাদ আচমকাই নেশার ঘোরে ওই এলাকার মোবাইলের দোকানের সামনে চলে আসেন কয়েকজন যুবক। অলোক সিং ও তাঁর সহযোগীরা মোবাইল মেরামতির দোকানটির শার্টারে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে আসে দমকল ও পুলিশ। আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে প্রচুর দামি সামগ্রী নষ্ট হয়েছে বলে অভিযোগ।
দোকানের মালিক থানায় অভিযোগ করলে পুলিশ কেস রুজু করে। তদন্তে নেমে সিসি ক্যামেরা দেখে একজনকে চিহ্নিত করা হয়। জানা যায়, তাঁর নাম অলোক সিং। তাঁকে শনিবার রাতে এলাকা থেকেই ধরা হয়। কিন্তু কী কারণে আগুন লাগানো হল, এখনও তা স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান অভিযুক্তদের সঙ্গে ওই দোকানের মালিকের পুরোনো কোনও শত্রুতা থাকতে পারে। তার জেরেই আগুন ধরানো হয়েছে। ধৃতকে জেরা করে কারণ জানার চেষ্টা হচ্ছে। ঘটনায় অভিযুক্ত বাকি যুবকদের খোঁজ চলছে।