• ব্যাংকে ঢুকে চেক চুরি করে ১০ লক্ষ টাকার প্রতারণা, গ্রেপ্তার ৪
    বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অনলাইন প্রতারণা নয়! এবার সশরীরে ব্যাংকের কাউন্টার থেকে অন্যের চেক চুরি করে ১০ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা! বেনজির ঘটনাটি ঘটেছে সল্টলেকের জে সি ব্লকের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। ব্যাংক কর্তৃপক্ষই বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে। দ্রুত তদন্তে নামে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দু’জনকে চিহ্নিত করার পর গ্রেপ্তার করা হয় মোট চারজনকে। তাদের পুলিশ রিমান্ডে নিয়ে জেরা শুরু হয়েছে। খোয়া যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে, এই ঘটনায় গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এক মহিলা গ্রাহক ওই ব্যাংকে একটি ১০ লক্ষ টাকার চেক নিয়ে যান। তিনি ফিক্সড ডিপোজিট করার জন্য ওই চেক নিয়ে একটি কাউন্টারে যান। বাড়ি ফেরার পর তিনি একটি মেল পান। তাতে দেখা যায়, তাঁর অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকা আরটিজিএসের মাধ্যমে অন্যের অ্যাকাউন্টে স্থানান্তর হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি ফের ব্যাংকে যান। পুরো বিষয়টি জানান। ব্যাংক কর্তৃপক্ষ বিধাননগর দক্ষিণ থানায় খবর দেয়। অভিযোগও দায়ের হয়। পুলিশ তদন্তে নেমে প্রথমেই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। তাতে দেখা যায়, দু’জন অপরিচিত যুবক কাউন্টার থেকে ওই চেকটি চুরি করছে। তারপর ওভাররাইট করে নিজেদের অ্যাকাউন্টে আরটিজেএস করে নেয়।

    পুলিশ রাতভর তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। জেরায় তারা অপরাধের কথা কবুলও করে। তবে প্রতারণার টাকা তারা দ্রুত অন্য অ্যাকাউন্টে সরিয়ে ফেলেছিল। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অরিন্দম মিত্র ওরফে অংশু, মহম্মদ শাহনাওয়াজ ওরফে প্রিন্স, জুবের খুরশিদ ওরফে আহমেদ এবং বাবলু যাদব। শনিবার চারজনকেই বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাদের নিজেদের হেপাজতে চেয়ে আবেদন করে পুলিশ। আদালত ১০ দিনের পুলিশি হেপাজত মঞ্জুর করেছে। ধৃতরা এই ধরনের প্রতারণা আর কোথায় কোথায় করেছে, জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। 
  • Link to this news (বর্তমান)