• মন্ত্রীকে দেখে বিক্ষোভ, দাবি বিজেপির
    বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, কাকদ্বীপ: মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এমন অভিযোগ তুলেছে বিজেপি। এ বিষয়ে তাঁরা সামাজিক মাধ্যমে একটি পোস্টও করেছে। কিন্তু অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন বঙ্কিমবাবু। জানা গিয়েছে, নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের এক সময়ের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলেন বীরেন গিরি। কিন্তু বর্তমান তিনি আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত নন। শনিবার মন্ত্রী বীরেনবাবুর বাড়ির মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। পুজো দিয়ে ফেরার সময় গ্রামবাসীরা তাঁকে কয়েকটি সমস্যার কথা জানান। কিন্তু এই বিষয়টিকে তুলে ধরেই বিজেপির পক্ষ থেকে মিথ্যা প্রচার করা হচ্ছে বলে মন্ত্রী জানিয়েছেন। মন্ত্রী বলেন, বীরেনবাবুর বাড়ির মন্দিরে এক সময় মানত করেছিলাম। তারই পুজো দিতে ওই দিন গিয়েছিলাম। ফেরার সময় কয়েকজন গ্রামবাসী একটা সমস্যার কথা জানিয়েছিলেন। সেই সমস্যার সমাধান করা হবে বলেও তাঁদের জানিয়েছি। কিন্তু কোনও গ্রামবাসী আমাকে ঘিরে বিক্ষোভ দেখাননি। এছাড়াও রাস্তা খারাপ ছিল বলে, আমি বাইকে করে কিছুটা পথ এসেছি। কিন্তু বিজেপির পক্ষ থেকে রটানো হচ্ছে, বিক্ষোভের জেরে আমি বাইকে চলে এসেছি। এটিও মিথ্যা।
  • Link to this news (বর্তমান)