• ১৬ চাকার লরি-টোটো সংঘর্ষে মৃত দুই, নলহাটির ভয়াবহ দুর্ঘটনার নেপথ্যে তোলাবাজি!
    প্রতিদিন | ০৫ জানুয়ারি ২০২৬
  • দেব গোস্বামী, বোলপুর: পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা বীরভূমের নলহাটিতে। রবিবার দুপুরে ১৪ নং জাতীয় সড়কের উপর চামটি বাগানের কাছে পিঁয়াজ বোঝাই একটি ১৬ চাকার লরির সংঘর্ষে উলটোদিক থেকে আসা টোটোর মুখোমুখি সংঘর্ষের জেরে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের। একজন গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। এই দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা পথে নেমে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, এই এলাকায় ডাক পার্টির তোলাবাজির জেরে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গেলে জনতার ক্ষোভের মুখে পড়তে হয়। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

    নলহাটি থানার অন্তর্গত পেলোয়ান বাবা মাজার সংলগ্ন এলাকায় দুপুর ১টা নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পিঁয়াজ বোঝাই একটি ১৬ চাকা লরি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। সেই সময় উলটোদিক থেকে একটি টোটো যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। নিহতদের নাম সিটু শাহ ও মেন্টু শেখ। সেজাল শাহ নামে আরেকজন গুরুতর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রামপুরহাট মহকুমা হাসপাতালে।

    দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করতে গেলে বাধার মুখে পড়ে। স্থানীয়দের দাবি, এই এলাকায় ডাক পার্টির তোলাবাজির জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও এই অভিযোগ নিয়ে প্রশাসনের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। খবর পেয়ে নলহাটি থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ জনতাকে শান্ত থাকার এবং বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ জানায়। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার।
  • Link to this news (প্রতিদিন)