• ছাঙ্গুর পথ দুধসাদা, এ সপ্তাহে স্নোফলের সম্ভাবনা দার্জিলিংয়ে, কাঁপুনি কলকাতাতেও
    এই সময় | ০৫ জানুয়ারি ২০২৬
  • এই সময়: সবুজে ঘেরা পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখলেন বরফের সাদা চাদরে ঢেকে গেল রাস্তাঘাট। বা হোটেলের জানলা দিয়ে হাত বাড়াতেই তুষারপাতের ছোঁয়া! চলতি সপ্তাহে দার্জিলিংয়ে পর্যটকদের সেই আশাপূরণের সম্ভবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। কড়া ঠান্ডার পূর্বাভাস থাকছে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। রবিবার সকাল থেকেই ঠান্ডায় জবুথবু হয়ে গিয়েছিলেন মহানগরের বাসিন্দাদের। তবে বছরের প্রথম রবিবার জমে উঠেছিল পিকনিকও।

    ৩১ ডিসেম্বরের পরে কলকাতায় গত দু’তিন দিন কিছুটা হলেও সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছিল। সেখানে রবিবার সকালে একেবারে অন্য খেলা। এ দিন ভোরে আলিপুরের রেকর্ডে দেখা যাচ্ছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বেলা ১২টার পরে তাপমাত্রা কমে ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। তবে, এই সংখ্যাকে পাত্তাই দেয়নি ‘রিয়েল ফিল’। বেলা গড়াতে পাল্লা দিয়ে ঠান্ডাও বেড়েছে।

    কেন এমন হলো কলকাতায়? আবহাওয়াবিদদের মতে, এর জন্য কিছুটা হলেও দায়ী মেঘের খামখেয়ালিপনা। সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। রোদ ওঠেনি। সে কারণে উত্তুরে হাওয়া খেলে বেড়িয়েছে কলকাতায়। তার ফলেই এই কনকনে অনুভূতি। আগামী কয়েকদিন এমনটাই ঠান্ডা মালুম হতে চলেছে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। ২ থেকে ৩ ডিগ্রি পারাপতন হবে।

    উত্তরবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা কমতে পারে। দার্জিলিং জেলার কোথাও কোথায় বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। আপাতত দক্ষিণবঙ্গ বৃষ্টির সম্ভাবনা নেই। তাই শীতের আরও একটা দুর্দান্ত ‘স্পেল’ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে পুরোদস্তুর।

  • Link to this news (এই সময়)