• বাংলাদেশি সন্দেহে ওডিশায় আবার মার খেলেন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক
    এই সময় | ০৫ জানুয়ারি ২০২৬
  • সামশেরগঞ্জ: কাজের সন্ধানে গিয়েছিলেন ওডিশায়। সেখানে বাংলাদেশি সন্দেহে গণপিটুনির শিকার হলেন মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক। অভিযোগ, দুষ্কৃতীদের মারে হাত ভেঙেছে তাঁর। ঘটনাটি ঘটেছে ওডিশার সম্বলপুরে। গুরুতর জখম ২৭ বছরের শ্রমিকের নাম ইজাজ আলি। তিনি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাজিনগরের বাসিন্দা।

    পরিবার ও স্থানীয় সূত্রের খবর, রুজির টানে প্রায় দু'মাস আগে ইজাজ সম্বলপুরে যান। সেখানে তিনি বাংলা ভাষাভাষী শ্রমিকদের সঙ্গে নির্মাণের কাজে যুক্ত ছিলেন। অভিযোগ, গত ২৪ ডিসেম্বর রাতে কয়েক জন দুষ্কৃতী আচমকাই তাঁর ঘরে ঢোকে। বাংলাদেশি সন্দেহে তাঁদের বেধড়ক মারধর শুরু করে। লাঠি ও রডের আঘাতে ইজাজের একটি হাত ভেঙে যায়। তাঁর সঙ্গে থাকা আরও কয়েক জন পরিযায়ী শ্রমিককেও দুষ্কৃতীরা মারধর করেছে বলেও অভিযোগ। ঘটনার পরে গত ২৬ ডিসেম্বর গুরুতর জখম ইজাজ কোনও রকমে বাড়ি ফিরে এসেছেন।

    ইজাজের পরিবারের দাবি, ঘটনার পরে সঙ্গীরা তাঁকে ওডিশার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর হাতে প্লাস্টার করা হয়। আহতের মা ফিরদৌসি বিবি বলেন, 'নিয়মিত ওষুধ কিনতে অনেক টাকা খরচ হচ্ছে। ছেলে কবে সুস্থ হবে জানি না। বাড়িতে বৌমা ও ছোট নাতি-নাতনি রয়েছে। তাদের পড়াশোনার খরচ রয়েছে। সব দিক কী ভাবে সামলাব বুঝতে পারছি না। আর্থিক সমস্যার কথা পুরপ্রধান ও কাউন্সিলারকে জানিয়েছি। কিন্তু কেউ খোঁজ নেননি।'

    ইজাজের আত্মীয় কওসর শেখের দাবি, 'স্থানীয় জনপ্রতিনিধি বা নেতাদের কাছ থেকেও এখনও পর্যন্ত কোনও রকম সহযোগিতা পাওয়া যায়নি। সংসার খরচ থেকে ইজাজের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে। কাজ করতে না-পারায় উপার্জনও পুরোপুরি এখন বন্ধ। এই অবস্থায় স্থানীয় নেতৃত্ব বা প্রশাসনের কেউ খোঁজ নেননি।' এ নিয়ে ধুলিয়ানের পুরপ্রধান মহম্মদ ইনজামুল ইসলাম বলেন, 'ওই ওয়ার্ডের কাউন্সিলার চিকিৎসার কারণে বাইরে ছিলেন। ফলে যাওয়া হয়নি। তিনি এসেছেন। তাঁকে সঙ্গে নিয়ে মঙ্গলবার ওই নির্মাণ শ্রমিকের বাড়িতে যাব।'

  • Link to this news (এই সময়)