• উত্তুরে হাওয়ার দাপটে কাঁপছে বাংলা, তুষারপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে, কলকাতার তাপমাত্রা কত?
    এই সময় | ০৫ জানুয়ারি ২০২৬
  • নতুন বছরের শুরুতে কিছুটা থিতু হয়েছিল শীত। তবে শনিবার থেকে সে ফের ঝোড়ো ব্যাটিং শুরু করেছে। এক ধাক্কায় পাল্টে গিয়েছে বঙ্গের আবহাওয়া। উত্তুরে হাওয়ার দাপটে এখন শুধুই লেপ-কম্বলের ওম আর গরম চায়ের কাপে চুমুক দিয়ে দিন কাটছে বঙ্গবাসীর। রাতারাতি পারদ পতনে শহর থেকে জেলা—সব জায়গাতেই এখন জবুথবু অবস্থা। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন রাজ্য জুড়ে বজায় থাকবে শীতের দাপট।

    সোমের সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। আকাশ মেঘমুক্ত থাকলেও দেখা মিলছে না সূর্যের। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। সেখানে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমে এসেছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিক চেয়ে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কম। উত্তুরে হাওয়ার দাপট এতটাই যে, দিনের বেলাতেও রোদের তেজ ম্লান করে দিচ্ছে কনকনে ঠান্ডা।

    শুধু শহর কলকাতা নয়, জেলাতেও শীতের দাপট বেশ। এ দিন কৃষ্ণনগরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিংয়ের তাপমাত্রার পারদ এখন ২ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে রাজ্যের উঁচু পাহাড়ি এলাকাগুলোতে। মানেভঞ্জন, সান্দাকফু এবং ধোত্রে এলাকায় তাপমাত্রা মাইনাস ৩ থেকে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। অন্যদিকে, বাঁকুড়া ও পুরুলিয়াতেও রাতের তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির সেলসিয়াসে নেমে আসছে।

    হাওয়া অফিস জানিয়েছে, ঠান্ডার দাপট এখনই কমছে না। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত রাজ্যের উপর সক্রিয় থাকবে শৈত্য বলয়। যার জেরে সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই বাড়বে কনকনে হাওয়ার দাপট। যার ফলে রাতের দিকে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষেধ করা হয়েছে।

    শীতের আবহে উত্তরবঙ্গে পর্যটকদের যেমন আকর্ষণ বাড়ছে তেমনই সতর্কতাও দেওয়া হয়েছে। আজ, রাতে সান্দাকফু, ঘুম, ধোত্রে এবং চটকপুর-সহ একাধিক উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাত বা তুষার বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে তুষারপাতের কারণে পর্যটকদের সাবধানে চলাফেরা করার নির্দেশ দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)