• TMC নেতার টেবিলে নোটের পাহাড়, VIRAL VIDEO ঘিরে তুলকালাম, এত টাকা এল কোথা থেকে?
    আজ তক | ০৫ জানুয়ারি ২০২৬
  • চেয়ারে বসে রয়েছেন তৃণমূল নেতা। সামনে সাজানো থকে থকে ৫০০ টাকার নোটের বান্ডিল। আর সেই ভিডিয়োই ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। যার ফলে আবার তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা।

    এই ভিডিওয়েতে দেখা গিয়েছে, (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা.আজতক.ইন) বারাসত ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল নেতা গিয়াসউদ্দিন মোল্লা সাদা শার্ট পরে বসে রয়েছেন। আর তাঁর সামনে রয়েছে ৫০০ টাকার নোটের স্তূপ। বর্তমানে এই ভিডিওই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঝড়ের গতিতে হচ্ছে শেয়ার। এমনকী বিরোধী দলগুলি এই ভিডিওকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে। 

    স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জমির দালাল হিসেবে বারাসতে পরিচিত গিয়াসউদ্দিন। সেই সঙ্গে তিনি তৃণমূলও করেন। আর সেই নেতাকেই একটি চেয়ারে সাদা জামা পরে বসে থাকতে দেখা গিয়েছে। তাঁর সামনে ছিল ৫০০ টাকার নোটের একাধিক বান্ডিল। আর এই নোট নিয়েই যত বিড়াম্বনা। প্রশ্ন উঠছে, এত নগদ অর্থ কার? কোথা থেকে এল এত টাকা? যদিও এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন গিয়াসউদ্দিন।

    কী বললেন গিয়াসউদ্দিন মোল্লা?

    এই প্রসঙ্গে মুখ খুলেছেন গিয়াসউদ্দিন। তিনি এই ভিডিও এবং ছবির সত্যতাও স্বীকার করে নিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমার যতদূর মনে পড়ছে, এই ছবিটি তোলা হয়েছে ২০০২ সালের অগাস্ট মাসে। মুরালি গ্রামে জমি নিয়ে একটা লেনদেন চলছিল। আমি উপস্থিত ছিলাম সেখানে। এই টাকাটা আসলে মুরালি গ্রামের লোকজনের। এটা পরিকল্পিত ষড়যন্ত্র। আমাকে ফাঁসানোর চেষ্টা। আসলে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। তাই এই ছবি সামনে আনা হয়েছে।'

    আক্রমণে বিজেপি

    তৃণমূল কংগ্রেস বিরোধিতার এমন এক সুবর্ণ সুযোগ ছাড়তে চায়নি বিজেপি। তাদের পক্ষ থেকে রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র এই নিয়ে তৃণমূলের এবং গিয়াসউদ্দিনের তীব্র সমালোচনা করেন।

    তিনি বলেন, 'জমি মাফিয়া হিসেবে পরিচিত গিয়াসউদ্দিন মোল্লা। TMC পার্টিটা চোর-ডাকত আর মাফিয়াদের নিয়েই চলছে। এই ঘটনা থেকেই প্রমাণ হয়ে যায় যে তারা ঠিক কীভাবে পশ্চিমবঙ্গকে লুঠ করে চলেছে। এখন তৃণমূল নেতারা থাকতে চায় টাকার পাহাড়ের উপর।'

    এখন দেখাল তৃণমূল এমন পরিস্থিতিতে গিয়াসউদ্দিন প্রসঙ্গে ঠিক কী বলে। এমনকী পুলিশ কোনও পদক্ষেপ নেয় কি না। 
  • Link to this news (আজ তক)