পার্কসার্কাস লোহাপুলের ৬৫ নং ওয়ার্ডে রবিবার রাত ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ৪৬/এইচ/ই, সামসুল হুদা রোডের একটি পুরনো তিনতলা বাড়ির একতলায় থাকত মৃত বৃদ্ধার পরিবার। মাঝরাতে ঘুমের মধ্যে আচমকা চাঙর খসে পড়ে। তাতে আহত হন বাড়ির প্রায় সব সদস্য। সকলকে নিকটবর্তী ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৬১ বছরের বৃদ্ধা রাবিয়া খাতুনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।তাঁর মাথায় গুরুতর আঘাত ছিল। হাসপাতালে এই মুহূর্তে জখম অবস্থায় চিকিৎসাদীন ৯ বছরের আয়েষা খাতুন, ১৬ বছরের উমর ওরফে দানিশ আলম এবং ৫৫ বছরের ওয়াহিদ আবদুল।