দেখা নেই রোদের, একধাক্কায় বঙ্গে বিরাট পারদপতন শীতের
প্রতিদিন | ০৫ জানুয়ারি ২০২৬
নিরুফা খাতুন: পরপর দু’দিন ধরে দেখা নেই রোদের। সঙ্গে জোরাল হাওয়ার দাপট। সবমিলিয়ি একধাক্কায় বঙ্গে বিরাট পারাপতন শীতের। সর্বনিম্ন বা রাতের তাপমাত্রা নিম্নমুখী। দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের অনেকটাই নিচে থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য এলাকায় হতে পারে তুষারপাত।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সাময়িক বিরতিতে গত চার দিনে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছিল। রবিবার রাত থেকে কলকাতায় তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ ? দুই তাপমাত্রাই অনেকটা নেমে গিয়েছে। ফিরেছে কনকনে ঠান্ডা। তাই দিনভর শীতের আমেজ একইরকম থাকবে। রোদের দেখা পাওয়া না গেলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী দু-তিনদিনের মধ্যে আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৩ থেকে ৯৫ শতাংশ।
দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেও ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গিয়েছে। পরবর্তী তিন-চার দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। রাতে সঙ্গে দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নিচে থাকবে। বজায় থাকবে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে। বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। দৃশ্যমানতা এই দুই জেলায় নামতে পারে ৫০ মিটারের কাছাকাছি।
আবার উত্তরবঙ্গেও দার্জিলিং-সহ তিন জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে কোথাও কোথাও। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। সান্দাকফু, ঘুম, ধোত্রে, চটকপুরের মতো উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। এদিকে, বাংলার পাশাপাশি ঠান্ডায় জবুথবু দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা এবং রাজস্থান। ঘন কুয়াশার চরম সতর্কতাও জারি হয়েছে দিল্লিতে। ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়েও বজায় থাকবে ঘন কুয়াশার দাপট।