• সাতসকালে ফের মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা
    প্রতিদিন | ০৫ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনের শুরুতেই মেট্রো বিভ্রাট। ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। ঠিক কী কারণে মেট্রো পরিষেবা ব্যাহত, তা স্পষ্ট নয়। প্রায় ঘণ্টাখানেক পর পরিষেবা স্বাভাবিক হয়। 

    সোমবার সকালে পরিষেবা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সমস্যা দেখা দেয়। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী দু’টি মেট্রো বাতিলও করে দেয়। পরে ঘোষণা করা হয় মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর থেকে মেট্রো চলছে। আবার দক্ষিণেশ্বর থেকেও মহানায়ক উত্তর কুমার বা টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চালু ছিল। আপ এবং ডাউনে কুঁদঘাট থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ ছিল পরিষেবা। তার ফলে চরম ভোগান্তির শিকার যাত্রীরা। নিত্যদিনের মেট্রো বিভ্রাটে বেজায় ক্ষুব্ধ তাঁরা।

    মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, নতুন নতুন রুট উদ্বোধন হওয়ার পর থেকেই ব্লু লাইনের যাচ্ছেতাই অবস্থা। একে তো সময়মতো চলে না মেট্রো। তার উপর দরজা বন্ধ না হওয়ার সমস্যাও রয়েছে। মাঝেমধ্যেই বিনা নোটিসে বাতিল করে দেওয়া হয় মেট্রো। সঠিকভাবে ঘোষণাও করা হয় না। তাই অহরহ চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। অথচ মেট্রো কর্তৃপক্ষ নিশ্চুপ। কোনও কার্যকরী পদক্ষেপ করে না তারা। 

    সব মিলিয়ে প্রায় ঘণ্টাখানেক এদিন মেট্রো পরিষেবা আংশিক ব্যাহত ছিল। ঠিক কী কারণে মেট্রো পরিষেবা আংশিক ব্যাহত হল ব্লু লাইনে, তা স্পষ্ট নয়। মেট্রো কর্তৃপক্ষের কারও দাবি, টানেলে রেকে যান্ত্রিক ত্রুটির ফলে পরিষেবা ব্যাহত ছিল। আবার কেউ বলছেন, সিগন্যালিং সমস্যা। সবমিলিয়ে বলা চলে ব্লু লাইনের অপর নাম যেন ভোগান্তি। কবে ‘দুয়োরানি’ ব্লু লাইনের যাত্রীদের ভোগান্তির শেষ হবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে মেট্রো কর্তৃপক্ষের তরফে এখনও পাওয়া যায়নি সদুত্তর।
  • Link to this news (প্রতিদিন)