• অভিযোগ ওড়াল বিশ্বভারতী
    আনন্দবাজার | ০৫ জানুয়ারি ২০২৬
  • বিশ্বভারতীতে সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে চিঠি দিলেন এক চাকরিপ্রার্থী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও ইমেলে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ না করেই গত ২১ ডিসেম্বর নিয়ম বহির্ভূত ভাবে সহকারী রেজিস্ট্রার-সহ বাকি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়েছে। লিখিত পরীক্ষায় বেশি নম্বর পেয়ে উত্তীর্ণদের পরবর্তী পর্যায়ের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়নি বলেও তাঁর দাবি।

    তবে অভিযোগ অস্বীকার করে বিশ্বভারতীর রেজিস্ট্রার গত ১ জানুয়ারি শিক্ষামন্ত্রককে জানান, ১৭ এপ্রিল ২০২৩ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়েছে নিয়ম মেনেই। বিষয়টিতে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, “সমস্ত নিয়ম মেনে নিয়োগ হয়েছে। সব অভিযোগ ভিত্তিহীন।”
  • Link to this news (আনন্দবাজার)